সংবাদসংস্থা মুম্বই: অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রহস্যময় ছবি ভাগ করতেই অনুরাগীদের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লম্বা চুল, গম্ভীর মুখভঙ্গি এবং রক্তমাখা রুক্ষ লুকে। এই চেহারা দেখে অনেকেই ধারণা করছেন, এটি তাঁর ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলের ইঙ্গিত হতে পারে। ইমরান ছবিটি ভাগ করার পর থেকেই তাঁর অনুরাগীরা সমাজমাধ্যমে মন্তব্য করছেন—'শিবম ইজ ব্যাক!' নেটপাড়ায় প্রশ্ন উঠছে 'আওয়ারাপন ২ কি তবে আসছে?'

 

'আওয়ারাপন’ ছিল মোহিত সুরির পরিচালিত একটি রোমান্টিক থ্রিলার‌ ছবি। যেখানে ইমরান অভিনয় করেছিলেন 'শিবম পণ্ডিত'-এর চরিত্রে। যদিও বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি কাল্ট ক্লাসিকে পরিণত হয়।

আরও পড়ুন: পাকিস্তানের মঞ্চে রামায়ণ! মহাকাব্যের চরিত্রদের কীভাবে ফুটিয়ে তুললেন পাক তারকারা? দেখে উত্তাল নেটপাড়া


ইমরানের এই নতুন লুক নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, তাঁর অনুরাগীরা একপ্রকার নিশ্চিত—‘আওয়ারাপন ২’ আসা নিয়ে। এমনকী অনেকেই অনুমান করছেন, ছবির কাজও খুব শিগগিরই শুরু হতে চলেছে।

 

এই জল্পনার মধ্যেই ইমরান হাশমির ভক্তরা আশাবাদী, প্রিয় চরিত্র শিবমকে আবার বড়পর্দায় দেখতে পাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা!

 

অন্যদিকে, ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। তবে গত বুধবার নির্মাতাদের তরফ থেকে টিজার মুক্তি পেলে এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা শতগুণ বৃদ্ধি পায়। কারণ এই ছবিতে ইমরানের নায়িকা হিসেবে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অপারশক্তি খুরানাও।

 


পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, নায়িকাকে ঠোঁটঠাসা চুমু মানেই উঠে আসে অভিনেতা ইমরান হাশমির নাম। বলিউডে এক সময় তাঁর জুটেছিল 'সিরিয়াল কিসার' তকমা। তবে ইমরান হাশমি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর 'সিরিয়াল কিসার' তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। 

ইমরান বলেন, "গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতে পারে। কিন্তু তাই বলে, এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়। যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নিত। তাই অনেকদিন ধরেই অন্যধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।"

 

প্রসঙ্গত, পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ ছবির শুটিং-এর মাঝে বিপত্তি ঘটেছিল অভিনেতার সঙ্গে।আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ইমরান হাশমি। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় তাঁর রক্ত পরীক্ষায় ধরা পড়েছিল যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

 

গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল ‘গ্রাউন্ড জিরো’। দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল সেই সিনেমা। সঙ্গে সিনেসমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন ইমরান হাশমি। এরপর অ্যাকশন থ্রিলার ঘরানার প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’তে দেখা যাবে 'মার্ডার' ছবির নায়ককে। মুম্বইয়ের আরে কলোনিতে সেই ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। 

 

বিটাউন সূত্রের খবর, হাসপাতালে ইমরানের একাধিক পরীক্ষা করা হয়। সেখানেই জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শুটিংয়ের সময়ে অভিনেতার জ্বর ও গা, হাত-পা ব্যথার মতো বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল। আচমকাই ইমরান বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যদিও অসুস্থতা কাটিয়ে এখন সেরে উঠেছেন তিনি। ফিরেছেন নতুন কাজেও।