সংবাদ সংস্থা মুম্বই: শীঘ্রই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। তারকা জুটির সংসারে নতুন অতিথি আসার অপেক্ষায় অনুরাগীরা। এরই মধ্যে কয়েকদিন আগে ন'মাসের স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনেন দীপিকা। সাদা-কালো সেই ফটোশুটের ছবিতে তাঁকে সঙ্গ দিতে দেন রণবীর সিং।
কখনও অন্তর্বাস এবং ব্যাগি জিনস তো কখনও কালো ফিনফিনে পোশাকে ‘ম্যাটারনিটি শুটে’ সেজে উঠেছিলেন দীপিকা। কোনও ছবিতে হাসিমুখে নিজের স্ফীতোদর সামলাতে দেখা যাচ্ছে তাঁকে। স্ত্রীকে পরম যত্ন ও মমতায় আঁকড়ে রেখেছিলেন রণবীর। এদিকে দম্পতি ওই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁদের যমজ সন্তান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগেও ছেলে নাকি মেয়ে, রণবীর-দীপিকার কোল আলো করে কে আসবে, তা নিয়েও সমাজমাধ্যম জুড়ে নানা মন্তব্য আসতে দেখা গিয়েছে। যদিও রণবীর কিংবা দীপিকা দু’জনই বার বার বলেছেন, ছেলে হোক বা মেয়ে, সন্তান যাতে সুস্থ থাকে, সেটাই তাঁদের কামনা। আর এবার তাঁদের যমজ সন্তান নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। সমাজমাধ্যমে কেউ লিখেছেন, "আমি মনে করি তাঁরা যমজ সন্তানকে স্বাগত জানাবেন"। আর আরেকজনের মতে, “দেখে মনে হচ্ছে ‘জুডওয়াস’ আসছে”
গত ২৯ অক্টোবর ইনস্টাগ্রামে ভক্তদের সুখবর শুনিয়েছিলেন পর্দার ‘রাম-লীলা’। চলতি সেপ্টেম্বরেই মা হওয়ার কথা দীপিকার। সম্প্রতি কবে এবং কোথায় জন্ম নেবে রণবীর-দীপিকার প্রথম সন্তান? সেই নিয়েও বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর দীপিকা তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বইয়ের হাসপাতালেই পৃথিবীর আলো দেখবে রণবীর-দীপিকার সন্তান। সেক্ষেত্রে সময় খানিকটা এগিয়েও আসতে পারে।
২০১৩ সালে সঞ্জয়লীলা বনশালির 'রামলীলা'র সেটে আলাপ হয়েছিল রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের। এরপর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ক্রমে গাঢ় হতে থাকে প্রেম। ২০১৮ সালে ইতালিতে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকার। সাত বছর মা হচ্ছেন ‘পিকু’। আপাতত হবু সন্তানের জন্য ঘর সাজাতে ব্যস্ত দম্পতি। জীবনের এই অধ্যয় বেশ উপভোগ করছেন দীপিকা। যোগ্য সঙ্গ দিচ্ছেন রণবীরও। এই বছর কাজে ফিরবেন না বলিউডের ‘মস্তানি’। ২০২৫ সাল থেকে ফ্লোরে ফেরার পরিকল্পনা করেছেন তিনি।
