সংবাদ সংস্থা মুম্বই: নিপাট গ্রামজীবনের সরল গল্প। গত বছরে ওটিটিতে মুক্তি পেয়েছে সিরিজের তিন নম্বর সিজন। গল্পে বন্ধুত্বের পাশাপাশি গ্রাম্য রাজনীতির আধিক্য থাকার দরুণ কিছুটা চড়া মেজাজই ছিল সিরিজের গল্প বলার ধরন। আগের সি‌জনগুলিতে যে নিপাট সারল্য আর ছেলেমানুষি বন্ধুতার গন্ধ ছিল, এ সিজনের শুরু থেকেই যেন তা বদলে কিছুটা প্রাপ্তবয়স্ক হয়েছে। তবে ‘পঞ্চায়েত’-এর জনপ্রিয়তায় তাতে ভাঁটা পড়েনি। বরং পরের সিজন নিয়ে দর্শকের আগ্রহের মাত্রা বজায় থেকেছে পুরোপুরি। তাই তো জোরকদমে গত বছরেই শুরু হয়ে গিয়েছিল 'পঞ্চায়েত ৪'-এর শুটিং। সচিবজি, প্রধানজি, প্রহ্লাদ ও বিকাশ- ‘পঞ্চায়েত’-এর এই নতুন সিজনেও যে সিরিজের বিখ্যাত চারমূর্তিকে দেখা যাবে তা বলাই বাহুল্য। তবে এবার ফের একবার এই সিরিজ ও তার অভিনেতারা শিরোনামে। কেন? কারণ ফুলেরা গ্রামে সেখানকার বিখ্যাত অধিবাসীদের সঙ্গে দেখা গেল এবার অমিতাভ বচ্চনকে! এবং সেইসব ছবি পোস্ট করে ‘পঞ্চায়েত’-এর নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, “দ্যাখো, দ্যাখো ফুলেরায় কে এসেছেন? ঝটিকা সফর হলেও গুরুত্বপূর্ণ কাজের কথা হল।”

 

 

?ref_src=twsrc%5Etfw">January 22, 2025

 

সমাজমাধ্যমে এই সিরিজের নির্মাতাদের তরফে একাধিক ছবি পোস্ট করা হয়েছে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, বিকাশ এবং প্রহ্লাদ চাচা-র সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ। অন্যটিতে দেখা যাচ্ছে, বিধায়কজির সঙ্গে বসে রয়েছেন ‘শাহেনশাহ’! স্বভাবতই এইসব ছবি দেখামাত্রই উল্লাসে ও উত্তেজনায় ফেটে পড়েছে পঞ্চায়েত অনুরাগীরা তবে কি অমিতাভ বচ্চনকে ও এবার দেখা যাবে এই সিরিজের চার নম্বর সিজনে? প্রশ্ন হল না! তবে? আসলে সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই একটি বিজ্ঞাপনে ফুলের গ্রাম এবং পঞ্চায়েত সিরিজের জনপ্রিয় চরিত্রদের ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে পারে এবং ছড়িয়ে যেতে পারে সাইবার প্রতারণার বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ ও বার্তা।  উল্লেখ্য, এরপর দু’টি ভিডিও প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপন নির্মাতাদের তরফে। সেখানেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। 

 

প্রসঙ্গত, অ্যামাজন প্রাইম ভিডিও তাদের অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেছিল গত বছরেই শুটিং চলাকালীন। দু'টিই ‘পঞ্চায়েত ৪’-এর শুটিংয়ের সেট থেকে। একটিতে দেখা যাচ্ছে, ফুলেরা গ্রামের ক্ষেতের ধার থেকে বাইক চালাচ্ছেন সচিবজি, পিছনে বসে বিকাশ। কোনও কথায় দু'জনেই বেজায় হাসছে তারা। অন্য ছবিটিতে দেখা যাচ্ছে, গ্রামের মেঠো পথের ধারে বাইক দাঁড় করিয়ে রেখে উপপ্রধান প্রহ্লাদ চাচা, বিকাশের সঙ্গে জরুরি আলোচনায় মগ্ন সচিবজি। এবং একমন দিয়ে সমস্তটা শুনছেন প্রধানজি। 

 

শোনা যাচ্ছে, ২০২৫-এর মাঝামাঝি সময়ে ওটিটিতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত’-এর এই নয়া সিজন। সিজনটির পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র এবং অক্ষত বিজয়ওয়ারগিয়া।