সংবাদ সংস্থা মুম্বই: ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শুটিংয়ে ফের ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কর্ণাটকের মণি জলাধারে ছবির শুটিং চলাকালীন আচমকাই উল্টে গেল ইউনিটের একটি নৌকা যেখানে ছিলেন স্বয়ং অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি এবং তাঁর ৩০ জনের টিম! সৌভাগ্যবশত, কেউ গুরুতর আঘাত না পেলেও এ ঘটনার ফলে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা ইউনিট।
এই দুর্ঘটনার সময় চলছিল ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। নৌকাটি ওই বিরাট জলাধারের মাঝখানে ছিল। আচমকাই ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায়। খবর, জল অগভীর হলেও নৌকার অতিরিক্ত ভার কিংবা ভারসাম্যহীনতাই হতে পারে বিপর্যয়ের কারণ।
এ ঘটনায় বেশ বড় ক্ষতি হয়েছে ছবির প্রযুক্তিগত দিক-ও। শুটিং ইউনিটের বেশ কিছু দামী ক্যামেরা, গিয়ার ও শুটিংয়ের জিনিসপত্র জলেই তলিয়ে গেছে। এর ফলে প্রযোজনা খাতে গুনতে হবে বেশ বড়সড়, মোটা টাকার অঙ্ক। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে আসে থীর্থহল্লি থানার পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। কীভাবে ঘটল এই বিপত্তি, তার খোঁজ চলছে। পাশাপাশি, ভবিষ্যতে শুটিং আরও সতর্কতার সঙ্গে করার পরিকল্পনাও নিচ্ছে টিম।
সিক্যুয়েলের তুলনায় অনেক বড় বাজেটে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং এই ছবি একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা—কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও বাংলা। মুক্তির তারিখ ঠিক হয়েছে ২ অক্টোবর, ২০২৫, অর্থাৎ গান্ধী জয়ন্তি ও দশেরা উৎসবের মাঝে। কিন্তু তার আগে এই রকম একটি অঘটন প্রজেক্টের গতি কিছুটা হলেও শ্লথ করল বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।
অবশ্য, ভয়াবহ এই দুর্ঘটনার পরেও ঋষভ শেট্টি এবং তাঁর দল যেভাবে ধাতস্থ থেকেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ‘কান্তারা’র দ্বিতীয় অধ্যায় শুরুতেই বিপত্তি বয়ে আনলেও, শেষটা যেন হয় আরও বেশি জাদুকরী—এই আশা রেখেই আপাতত অপেক্ষায় নির্মাতা ও দর্শক।
