নিজস্ব সংবাদদাতা : প্রথমবার ওড়িয়া ছবিতে কাজ করলেন অভিনেতা বিশ্বনাথ বসু। পরিচালক শুভরাংশু দাসের হাত ধরে আসছে এই ছবি। নাম 'অজিরা রেবাতি'। ইতিমধ্যেই ভুবনেশ্বরে শুটিং শেষ করেছেন তিনি।

আজকাল ডট ইন-কে ছবি প্রসঙ্গে বিশ্বনাথ বসু বলেন, "কর্মসূত্রে আমার সঙ্গে ওড়িশার যোগাযোগ প্রায় দু'দশকের। একসময় নিয়মিত ওড়িয়া ভাষার ছবিকে বাংলা ভাষায় রূপান্তরিত করতাম ডাবিং আর্টিস্ট হিসেবে। নারায়ণগড় নামে এক গ্রামের জমিদার বাড়ি ছিল শুটিং লোকেশন। কাজ করতে গিয়ে মনে হচ্ছিল নিজের গ্রামের বাড়িতে আছি।"

অভিনেতা আরও জানান, এই ছবিতে তাঁর চরিত্রটি বাড়ির লোভি জামাইয়ের। খানিকটা নেতিবাচক এই চরিত্রে প্রথমবার ওড়িয়া ভাষা বলতে গিয়ে প্রথমে একটু অসুবিধা হয়েছে বলে জানান বিশ্বনাথ। কিন্তু এই ছবির দৌলতে আবারও ওড়িয়া ইন্ডাস্ট্রির কাছাকাছি আসতে পেরে খুশি অভিনেতা।

প্রসঙ্গত, ছবির মুখ্য চরিত্রে থাকছেন বনি সেনগুপ্ত। এই ছবির মাধ্যমেই ওড়িয়া ভাষার ছবিতে ডেবিউ হতে চলেছে বনির। এই গল্পে শীতল পাত্রের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা।
ভরপুর অ্যাকশনে মোড়া ছবিতে বনিকে একেবারে অন্য রকম লুকে দেখবেন দর্শক। সেই সঙ্গে নজর কাড়বে বিশ্বনাথ বসু অভিনীত নেতিবাচক চরিত্রটিও। ২০২৪-এর পুজোয় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পারিবারিক অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'অজিরা রেবাতি'।