একতা দিবস ২০২৫-এ গুজরাটের কেভাদিয়ার একতা নগর হয়ে উঠল এক অনন্য সঙ্গীত-সমারোহের কেন্দ্র। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চে প্রতিধ্বনিত হল বিশেষ সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি— ‘লোহা পুরুষ নমস্ত্যুভ্যম’। ইটারনাল সাউন্ডসের আয়োজিত এই পরিবেশনায় সুরের মাধ্যমে ফুটে উঠল ভারতের ঐক্য, শক্তি এবং জাতীয় চেতনা।

এই বিশেষ গানটির সহ-প্রযোজনা করেছে ইটারনাল সাউন্ডস। সুরারোপে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, অস্কারের জন্য মনোনীত হওয়া বিক্রম ঘোষ এবং গ্র্যামি জয়ী রিকি কেজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এই বিশাল আয়োজনকে আরও বর্ণময় করে তুলেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮০০-রও বেশি নৃত্যশিল্পী। নৃত্য নির্দেশনায় ছিলেন সন্তোষ নায়ার, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীত নাটক অ্যাকাডেমির চেয়ারপার্সন ড. সন্ধ্যা পুরেচা।

ইটারনাল সাউন্ডসের বিক্রম ঘোষ এবং গৌরাঙ্গ জালান ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অতিথি। হরিহরণ, শান, রিচা শর্মা, মহালক্ষ্মী আইয়ার এবং কবিতা শেঠের মতো বরেণ্য শিল্পীদের কণ্ঠ ভারতীয় ঐতিহ্য এবং আধুনিকতার সার্থক মেলবন্ধন তৈরি করেছে। অশোক চক্রধর এবং সুতপা বসুর রচনায় নির্মিত এই গান ভারতীয় বৈচিত্র্যের মাঝে ঐক্যের গভীর বার্তা বহন করে।

ইটারনাল সাউন্ডসের উৎসব পারেখ, ময়াঙ্ক জালান, গৌরাঙ্গ জালান এবং বিক্রম ঘোষ বলেন, “‘লোহা পুরুষ নমস্ত্যুভ্যম’ কেবল একটি প্রযোজনা নয়— এটি ভারতের চেতনা, ভাষা, ঐতিহ্য এবং আত্মার উদযাপন।”

একতা দিবসের সেই মুহূর্তে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশবাসীর সঙ্গে সর্দার বল্লভ প্যাটেলকে শ্রদ্ধা জানাচ্ছিলেন, তখন এই সঙ্গীত হয়ে উঠেছিল ভারতকে আরও দৃঢ়ভাবে এক সুতোয় বাঁধার এক জীবন্ত প্রতীক।