টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

ভুবনের অভিষেক

 

 

জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা ভুবন বাম অবশেষে করণ জোহর-এর ধর্মা প্রোডাকশনস-এর মাধ্যমে বলিউডের বড়পর্দায় অভিষেকের খবর নিশ্চিত করেছেন। দীর্ঘ জল্পনার পর, ভুবন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ধর্মা প্রোডাকশনস-এর সঙ্গে সই করা 'আর্টিস্ট এগ্রিমেন্ট'-এর ছবি শেয়ার করে এই ঘোষণা করেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, 'স্বপ্ন দেখো বন্ধুরা, এক সময় তা পূরণ হবেই। এর মাধ্যমে তিনি জানান যে তাঁর বহুদিনের স্বপ্ন অবশেষে সত্যি হল। যদিও ভুবন এখনও ছবির নাম বা অন্যান্য তথ্য প্রকাশ করেননি, তবে রিপোর্টে জানা গেছে যে এটি একটি রোমান্টিক কমেডি ছবি, যার নাম সম্ভবত 'কুকু কি কুণ্ডলী'। এই ছবিতে ভুবনকে অভিনেত্রী ওয়ামিকা গাব্বির বিপরীতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন 'গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল' খ্যাত পরিচালক শরণ শর্মা।

 

 

 

কটাক্ষের মুখে মীরা

 

 

দীপাবলির পর যখন দিল্লি ও মুম্বইয়ের বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই) বিপজ্জনকভাবে হারে নেমে যায়, তখন অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত কাপুর বাজি পোড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি ইন্সটাগ্রাম স্টোরিতে একটি বার্তা দেন, যেখানে তিনি বাজি পোড়ানোর প্রথাকে 'ঐতিহ্য' বা 'বাচ্চাদের মজা'-এর নামে স্বাভাবিক করা বন্ধ করার আহ্বান জানান। মীরা লেখেন, "আমরা এখনও কেন বাজি ফাটাচ্ছি? যদি এটা 'শুধু বাচ্চাদের একবার দেখার জন্য' বা 'আমরা শুধু একবার করছি ছোটদের অভিজ্ঞতা দেওয়ার জন্য' হয়, তবুও এটা ঠিক নয়...দয়া করে এটা স্বাভাবিক করা বন্ধ করি।"

তাঁর এই পরিবেশ-সচেতন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তাঁকে তীব্র আক্রমণ ও কটাক্ষ করতে শুরু করে। নেটিজেনরা মীরার নিজস্ব জীবনযাত্রার দিকে ইঙ্গিত করে তাঁকে 'ভণ্ড' বলে অভিহিত করেন। অনেকে তাঁকে শীতাতপ নিয়ন্ত্রক (এসি) ব্যবহার করা বন্ধ করতে এবং দামি গাড়ি কেনা ছাড়তে বলেন, কারণ এগুলোও পরিবেশ দূষণের জন্য দায়ী। একজন মন্তব্য করেন, "মীরা ম্যাডাম, আপনার সেন্ট্রালাইজড এসি, ফ্রিজ সরিয়ে দিন এবং দামি গাড়ি কেনা বন্ধ করুন কারণ এগুলিও দূষণ ঘটায়।" আবার কেউ কেউ তাঁর বিয়ের সময় বাজি পোড়ানোর কথাও তুলে ধরেন।

 

নতুন রূপে বিদ্যা

 

বিদ্যা বালানকে এবার রজনীকান্তের ‘জেলার ২’ তে দেখা যাবে। ছবিতে তিনি মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যেখানে মিঠুন থাকছেন প্রধান ভিলেন হিসেবে। ছবিটি এখন শুটিং চলছে চেন্নাইতে, পরের সিডিউল গোয়ায়।

 

আরও পড়ুন: 'মনে হচ্ছে যেন বাবাকে হারালাম...' সতীশ শাহের প্রয়াণে শোকে কাতর হয়ে কোন অভিনেতা বললেন এমন কথা?

 

 

ফের একসঙ্গে শাহরুখ-আলিয়া

 

 

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি 'আলফা'-তে শাহরুখ খানের 'পাঠান' চরিত্রের একটি বিশেষ ক্যামিও করার জল্পনা তুঙ্গে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত এই ছবিটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি। এটিই প্রথম ছবি যেখানে নারী গুপ্তচররা মুখ্য ভূমিকায়। গুঞ্জন অনুসারে, প্রযোজক আদিত্য চোপড়া শাহরুখ খানকে 'পাঠান' হিসেবে 'আলফা'-তে ক্যামিও করার জন্য অনুরোধ করেছেন। এই বিশেষ অংশটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সরাসরি 'পাঠান ২'-এর দিকে ইঙ্গিত দেবে। যদিও শাহরুখ খান বর্তমানে তাঁর পরবর্তী ছবি 'কিং'-এর জন্য ব্যস্ত, তবুও তিনি নভেম্বর মাসের শুরুর দিকে 'আলফা'-এর জন্য তিন-চার দিনের শুটিং-এর সময় বের করার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। এই ক্যামিওর বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও, এটিকে এই ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষত সম্প্রতি এই ইউনিভার্সের কিছু ছবির বক্স-অফিসে দুর্বল পারফরম্যান্সের পর। যদি শাহরুখ রাজি হন, তবে 'আলফা'-তে তাঁর উপস্থিতি সিনেমার আকর্ষণ আরও বাড়িয়ে দেবে এবং স্পাই ইউনিভার্সের ধারাবাহিকতা মজবুত করবে।