সংবাদ সংস্থা, মুম্বই: সেফটিপিন থেকে গাছের পাতাও যে ‘ফ্যাশন স্টেটমেন্ট’ হতে পারে তা হাতেনাতে করে দেখিয়েছেন উরফি জাভেদ। নিন্দুকরা যতই তাঁর পোশাক নিয়ে সিঁটকান, ইদানীং যেন তাঁরই পথে হাঁটছেন বলিউডের নায়িকারাও। ঠিক যেমন ভূমি পেডনেকর। এবার উরফি নয়, আজব পোশাক পরে কটাক্ষের শিকার হলেন ‘টয়লেট এক প্রেম কথা’র অভিনেত্রী।
কেরিয়ারের শুরু থেকেই একের পর এক বোল্ড চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেদনেকর। ‘দম লগাকে হাঁইসা’থেকে ‘বধাই দো’সহ বিভিন্ন ছবিতে নানান ধরনের চরিত্রে অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি খানিকটা ওজনও ঝরিয়েছেন। ছিপছিপে চেহারায় ইদানীং আবার বেশ খোলামেলা পোশাকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। যার জন্য তাঁর ফ্যাশন-সেন্স নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি তেমনই তাঁর একটি পোশাক দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে।
শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘লাস্ট স্টোরিজ’ তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভূমির পরনে ছিল এক আজব পোশাক। পোশাকের উপরিভাগ অর্থাৎ স্তনের কাছে স্বচ্ছ কাচের মতো। আর তার মধ্যেই রয়েছে দুই নকল সাপ! বিকিনি ব্লাউজের সঙ্গে সাদা লম্বা লেহেঙ্গা। ধাতুর তৈরি দুটি ফণা তোলা সাপ ঠিক স্তনযুগলকে জড়িয়ে রয়েছে।
এতদিন বি-টাউনে আজব পোশাক পরার জন্য বিখ্যাত ছিলেন সোশাল মিডিয়ার ভাইরাল কন্যা উরফি জাভেদ। তাঁর অদ্ভুত পোশাক দেখে বাঁকা চোখে তাকিয়েছেন অনেকেই। এবার ভূমির ‘উদ্ভট’পোশাক দেখে সমালোচনার ঝড় বয়েছে নেটদুনিয়ায়। তবে কি নায়িকা উরফির পথে হাঁটছেন, প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।
সম্প্রতি ভক্ষক সিরিজে সাংবাদিকের ভূমিকায় ভূমির অভিনয় নজর কেড়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভক্ষক নির্মাতাদের সঙ্গে ফের কাজ করতে চলেছেন ভূমি। আগামী দিনে নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’-এ দেখা যাবে ভূমিকে। এই ছবিতে ভূমির সঙ্গে থাকবেন ইশান খট্টর, জিনাত আমন, চাঙ্কি পান্ডে।
