নিজস্ব প্রতিনিধি: ফের ভুতুরে বাংলোয় অশরীরী রূপে হাজির 'মঞ্জুলিকা'। আসছে ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির পরবর্তী ছবি। দীপাবলিতে মুক্তি পাবে 'ভুলভুলাইয়া ৩'। সেই বহু প্রতীক্ষিত ছবির প্রচারে কলকাতায় এলেন বিদ্যা বালন ও কার্তিক আরিয়ান। ভূতে নয়, ছবির প্রধান দুই তারকা সবচেয়ে বেশি কিসে ভয় পান? নিজেরাই জানালেন সে কথা।
সোমবার শহরে বাংলায় 'নমস্কার' বলেই সকলের সামনে আসেন বিদ্যা। বাংলাতে কথাও বললেন সকলের সঙ্গে। বিদ্যার সঙ্গে শুটিং করে বাংলা বুঝতে শিখেছেন কার্তিকও। বেশ পরিষ্কারভাবে রুহ’বাবার গলায় শোনা যায় 'আমি তোমাকে ভালবাসি'। শুধু বাংলা নয়, বিদ্যা যে একাধিক ভাষায় দক্ষ, সেকথাও জানান কার্তিক।
একে অপরের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের দুই জনপ্রিয় তারকা। কার্তিক জানিয়েছেন, বিদ্যার সঙ্গে কাজ করে প্রতিনিয়ত তিনি শিখেছেন। অন্যদিকে, সহঅভিনেতার অভিনয়ে মুদ্ধ বিদ্যাও। তবে দু'জনের মধ্যে কেউই ভূতে ভয় পান না। তাহলে বাস্তবে সবচেয়ে বেশি কিসে ভয় তাঁদের?
বিদ্যা বলেন, 'আমি সাপে ভয় পাই, আর সবচেয়ে বেশি ভয় পাই কাছের মানুষদের হারানোর কথা ভাবলে'। কার্তিক আরিয়ানের কথায়, 'আমিও কাছের মানুষদের হারানোর ভয় পাই, আর সেই কারণেই আমি এখনও সিঙ্গেল, প্রেম করছি না '। এই কথা শুনেই হাসি ধরে রাখতে পারেননি 'কাহানি'র নায়িকা। মজার ছলে তিনি বলেন, 'চিন্তা নেই আমরা আছি তো, আমরা কাউকে খুঁজে দেব '।
একে অপরের সঙ্গে মজা করার পাশাপাশি এদিন প্রিয় শহর কলকাতা নিয়েও কথা বললেন বিদ্যা। এই শহরকে তিনি কতটা ভালবাসেন জানান অভিনেত্রী। এই ছবিতে এবার তিনি একা নন, ‘মঞ্জুলিকা’ রূপে তাঁর সঙ্গে যুগলবন্দি মাধুরি দীক্ষিত। একদিকে মাধুরী দীক্ষিত, অন্যদিকে বিদ্যা বালন, কে বেশি ভয়ংকর ''মঞ্জুলিকা? প্রশ্ন শুনে হেসে লুটোপুটি খান কার্তিক। খানিকটা সামলে পর্দার 'চন্দু চাম্পিয়ন'বলেন, 'দুজনেই, তবে সবচেয়ে বেশি মজা করেন বিদ্যা, সঙ্গে দুষ্টুমিও'।
আর চারদিন পরেই মুক্তি পাচ্ছে 'ভুলভুলাইয়া ৩'। বহু প্রতীক্ষিত এই ছবি যে বক্স অফিস কাঁপাতে পারে, তার আভাস মিলেছে ট্রেলারেই। আশাবাদী ছবির তারকারও।
