সংবাদ সংস্থা, মুম্বই: তিনি বলিউডে বর্তমান প্রজন্মের হার্টথ্রব। অন্যতম জনপ্রিয় অভিনেতা। কার্তিক আরিয়ান। দীপাবলিতে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ভুলভুলাইয়া ৩’। প্রথম দিন থেকেই বক্স অফিসে বেশ ভাল ছক্কা হাঁকিয়েছে এই হরর কমেডি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক জানিয়েছেন, তিনি কখনও মদ ছুঁয়েও দেখেননি। পর্দার 'চন্দু চ্যাম্পিয়ন'-এর কথায়, "আমি জীবনে কখনও মদ্যপান করিনি। ভাগ্যবশত, আমার তেমন কোনও আগ্রহ নেই। কখনও অ্যালকোহল চেখে দেখার ইচ্ছে হয়নি।"
মদ্যপানে আসক্তি না থাকলেও গাড়ির প্রতি দুর্বলতা রয়েছে কার্তিকের। নিজেই সেকথা জানিয়েছেন অভিনেতা। এনফিল্ড থেকে স্পোর্টস বাইক ডুকাটি স্ক্র্যাম্বলারও রয়েছে 'রুহ বাবা'-র রয়্যাল। তবে ব্যস্ততা সামলে সেই সব গাড়ি, বাইক চালানো হয় না তাঁর। সঙ্গে রয়েছে মায়ের বারণ। কার্তিকের কথায়, ‘‘বাইক চালাতে ভালবাসি। বেশ ভাল বাইক আছে। কিন্তু মায়ের বারণে বাইক চালাই না।’’
কার্তিক আরিয়ান সাম্প্রতিককালে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। 'ভুল ভুলাইয়া ৩'-এ বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। ছবিটি পরিচালনা করেছেন আনিস বাজমি। রয়েছেন অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি প্রমুখ।
