নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর আগে বাংলায় ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বাংলার উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই রাজ্যের ৯টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এই ৯টি জেলা হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা।
এই আবহে কী হাল টলিপাড়ার? ডানার প্রকোপে কী বন্ধ থাকবে শুটিং? এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরিস্থিতির উপরেই সবটা নির্ভর করছে।" অরগ্যানিক স্টুডিওর কর্ণধার অর্ক গঙ্গোপাধ্যায়ের কথায়, "কলকাতার উপর কতটা প্রভাব পড়বে সেই দিকটা আগে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সত্যিই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবশ্যই বন্ধ থাকবে শুটিং।" ক্রেজি আইডিয়াজ মিডিয়ার কর্ণধার স্বর্ণেন্দু সমাদ্দারের কথায়, "আগাম আভাস এলে অবশ্যই সকলের সুবিধার্থে শুটিং বন্ধ রাখতে হবে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
এই পরিস্থিতিতে বিভিন্ন স্টুডিওতে শুটিং ফ্লোরে পৌঁছতে বেশ বেগ পেতে হয় অভিনেতা, অভিনেত্রীদেরও। ডানার প্রকোপ বাড়লে কীভাবে শুটিং ফ্লোরে পৌঁছবেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে 'গীতা এলএলবি' ওরফে হিয়া মুখোপাধ্যায় বলেন, "দু'দিন শুটিং বন্ধ থাকলে খুব অসুবিধা হবে। কারণ কিছুদিন আগেই পুজো গেল। এপিসোড ব্যাঙ্কিং প্রায় নেই বললেই চলে। তাই খুব অসুবিধা না হলে আমি আসবই ফ্লোরে।" অন্যদিকে, 'ফুলকি' ওরফে দিব্যানী মন্ডলের কথায়, "এখনও কিছু জানতে পারিনি এই বিষয়ে। তবে সবার সুরক্ষার খাতিরে যদি বন্ধ থাকে শুটিং তাহলে আমাদের কিছু বলার নেই। যেটা সবাই সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে।"
