নিজস্ব সংবাদদাতা: কেউ বলছেন সেই পুরনো গানের চেনা গন্ধের সঙ্গে সুন্দর পরীক্ষা নিরীক্ষা, কারও কাছে ছোটবেলা ফিরে পাওয়া। 'সেকি ফিরবে না' থেকে 'আমি ফিরছি বাড়ি' - মাঝে ৩২ বছর পার। ক্যাকটাসের নয়া অ্যালবাম 'শেষ পাওয়া খবরে' মুক্তির খবরে সমাজমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট অনুরাগীদের বার্তায় ভরে উঠেছে। এই অ্যালবামে রয়েছে তিনটে নতুন গান – ‘আমি ফিরছি বাড়ি’, ‘আরও একটু রঙ’, ‘তোকে ছাড়া পারবো না’। গানের কথা সিধুর, সুর ক্যাকটাসের। গানের মূল দুই কণ্ঠশিল্পী সিধু ও পটা। 

 

সিধু ও পটার কথায়, “২০১৯-এর পর মাঝে মাঝে বেশ কিছু সিঙ্গেলস প্রকাশ পেলেও ক্যাকটাসের তিনটে নতুন গানের অ্যালবাম বেশ কিছু বছর পর প্রকাশ পেল। অল্টারনেটিভ সাইকেডেলিক  রক  - যেটা ক্যাকটাস এর পরিচিত সঙ্গীতের ধারা। নতুন গানগুলো তেমনই কথা ও সুর দিয়ে সাজানো হয়েছে। গানের কথায় কখনও উঠে এসেছে নাগরিক জীবনের বিচ্ছিন্নতা, কখনও বা প্রায় হারিয়ে যাওয়া সম্পর্কের শেষ মাধুর্য-কে খুঁজে পাওয়া কিংবা আত্মসমর্পণ।”

 

বৃহস্পতিবার অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অমিত দত্ত, রূপম ইসলাম, চন্দ্রবিন্দুর উপল ও অনিন্দ্য, অনুপম রায়, গাবু-র মতো সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পীরা।   

 

প্রসঙ্গত, এর আগের অ্যালবাম ‘তবুও ঠিক আছে’ মুক্তি পেয়েছিল ২০১৯-এ। পরের কিছু সিঙ্গেলস যথাক্রমে ‘ছিঃ ছিঃ ছিঃ’ (২০২১), ‘ভালো থেকো’  (রিক্রিয়েটেড) ২০২২, ‘খোদা জানে না’ (২০২৩), ‘লাশকাটা ঘরে’(রিক্রিয়েটেড) ২০২৪। ‘তবুও ঠিক আছে’র প্রায় বছর ছয়েক পর এবার ফের নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের উপহার দিল টিম ক্যাকটাস।