‘আমার বস’র হাত ধরে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরেছেন রাখি গুলজার। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে এই ছবিটি ৯ মে বড়পর্দায় মুক্তি পেয়েছে। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। 

 


মা ও ছেলের গল্প বলছে এই ছবি। 'আমার বস'-এ রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য সেন, আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাসকে। মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে এই ছবি। 'আমার বস' নতুনভাবে দর্শককে ভাবতে শিখিয়েছে। 

 

ছবিটি বড়পর্দার পর মুক্তি পেয়েছে ওটিটিতেও। জি ফাইভ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই ছবিটি। স্ট্রিমিং শুরু হতেই যেন দর্শকের ভিড় জমেছে ওটিটিতে। 'আমার বস' দেখার জন্য আগ্রহী বহু দর্শক। যাঁরা সময়ের অভাবে বা কোনও কারণে বড়পর্দায় উপভোগ করতে পারেননি এই ছবি, তাঁরা দলে দলে ওটিটিতে দেখছেন। অন্যদিকে, বড়পর্দায় এই ছবি দেখে এতটাই ভাল লেগেছে, যে আবারও ওটিটির পর্দায় তা দেখতে মশগুল দর্শক মহল। সব মিলিয়ে জি ফাইভে রমরমা 'আমার বস'-এর। 

সেই রমরমার হিসেব মিলেছে এবার। 'আমার বস' জি ফাইভে সারা দেশজুড়ে ট্রেন্ডিং লিস্টে রয়েছে। দু'নম্বরে জায়গা করে নিয়েছে এই ছবি। প্রথমে রয়েছে জন আব্রাহামের হিন্দি ছবি 'তেহরান'। বাংলা ছবি হিসেবে আরও একবার নজির গড়ল 'আমার বস'। 

 

আরও পড়ুন: দুই বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে আসছে 'কন্যা', রোহন সেনের পরিচালনায় কেমন হবে ছবির ক্লাইম্যাক্স?

 

বই প্রকাশনা সংস্থার মালিক অনিমেষ গোস্বামী যিনি কিনা নিত্যদিনই অফিসের কর্মীদের উপর ছড়ি ঘোরান, পান থেকে চুন খসলেই অপমান করেন, লেট মার্ক হলেই চটে যান, কর্মীদের ভালো কাজের প্রশংসা করতে জানেন না, তবে ভুল হলেই রেগে কাঁই। সেই অনিমেষের অফিসে একদিন হাজির তাঁর মা শুভ্রা গোস্বামী। প্রথমে আপত্তি করলেও মায়ের অবদার ফেলতে পারল না ছেলে। ছেলের অফিসে কখনও ট্রেনি কর্মচারী হয়ে, কখনও আবার প্রুফ রিডার হয়ে কাজ সামলালেন তিনি, তবে ধীরে ধীরে হয়ে উঠলেন 'বসের বস'। অফিসের যে কর্মচারীরা রাগী অনিমেষের কারণে সারাক্ষণ তটস্থ হয়ে থাকেন, তাঁদেরই বন্ধু হয়ে উঠলেন বসের মা। 


অফিসেরই একটা ফ্লোরে অফিস কর্মীদের বৃদ্ধ বাবা-মায়েদের জন্য ক্রেশ খুলে বসলেন শুভ্রা দেবী। নাম দিলেন 'আশ্রয়'। কর্পোরেট অফিসে সামাজিক দায়িত্ব পালনে নতুন উদ্যোগ নিতে চান শুভ্রা গোস্বামী। মায়ের এমন কাণ্ড অনিমেষের কানে পৌঁছতেই সমস্যা শুরু। এবার কোন খাতে এগোবে মা-ছেলের এই মত বিরোধ? সেই গল্পই বলছে এই ছবি।