নিজস্ব সংবাদদাতা: হাসপাতালে ভর্তি অভিনেত্রী লহমা ভট্টাচার্য। প্রতিম ডি গুপ্তর আগামী ছবি গত মঙ্গলবার 'চালচিত্র'র একটি বিশেষ গানের শুটিং চলাকালীন বড়সড় চোট পেয়েছেন তিনি। তার জেরেই হয়েছে অস্ত্রোপচার। 'চালচিত্র'-এর ওই গানের শুটিংয়ে লহমা ছাড়াও ছিলেন টোটা রায়চৌধুরী এবং 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিখ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী। 

 

সমাজমাধ্যমে হাসপাতাল থেকেই একটি ছবি পোস্ট করেছেন লহমা। স্যালাইন লাগানো হাতের ছবি।সঙ্গে লিখেছেন, ‘‘সেটে দিনটা কী ভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবং আমি ভালই আছি।’’

 

'চালচিত্র'-এক জ্যাজ-গায়িকা হিসাবে দেখা যাবে। এই ছবিতে লহমার চরিত্রটি ছোট্ট হলেও কম গুরুত্বপূর্ণ নয়। ঊষা উত্থুপের গাওয়া সেই গান-ই শোনা যাবে লহমার কন্ঠে। সেই জ্যাজ গানের শুটিং চলছিল গত মঙ্গলবার।

 

আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানালেন, শুটিংয়ে এই গানের-ই সুরে তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন শান্তুনু। তখনই ঘটে দুর্ঘটনা। আচমকা শান্তুনুর পা অসাবধানতাবশত বেশ জোরেই গিয়ে পড়ে লহমার পায়ের উপর। নিমিষে থেঁতলে যায় অভিনেত্রীর ডান পায়ের বুড়ো আঙ্গুলের নখ। কিছুটা ভেঙে বেরিয়ে আসে, বাকিটা বিপজ্জনকভাবে ঢুকে যায় মাংসের ভিতরে। মুহূর্তে শুরু হয়ে যায় রক্তপাত। তাতে অবশ্য শুটিং থামাননি তিনি। কেন? লহমার কথায়, "আগে থেকে সবার ডেট নেওয়া ছিল। মুম্বই থেকে নৃত্য নির্দেশক ও অনেক শিল্পীরা এসেছিলেন। আমি শুটিং বন্ধ করে দিলে শুটিংয়ের খুব ক্ষতি হত। আর দুর্ঘটনা তো কাজ করতে গিয়ে হতেই পারে। এর থেকেও বড় কিছু হতে পারত, কিন্তু তা যখন হয়নি তাই কাজ বন্ধ করার কোনও ভাবনাই মাথায় অসেনি। প্রাথমিক চিকিৎসা করে বাকি শুটিং শেষ করেছিলাম। তারপরেই হাসপাতালে ছুটেছিলাম।"

 

এখন কেমন আছেন 'রাবণ'-এর নায়িকা? ফোনের ওপার থেকে আলতো হেসে তিনি বলে উঠলেন, " বুধবার অস্ত্রোপচার হয়েছে। সামান্য ব্যাথা তো রয়েইছে। বুড়ো আঙুল ছাড়াও পায়ের অন্য দুটো আঙ্গুলেও চোট লেগেছে। তবে ড্রেসিং যেভাবে করা হয়েছে, মনে হচ্ছে ব্যান্ডেজ বাঁধা কোনও মমির পা! সামান্য যন্ত্রণা রয়েছে, তবে আগের থেকে ভাল আছি। আজকেই বাড়ি যেতে পারব। তবে বাড়ি গিয়েও ছুটি নেই। দু'সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।"

 

মানবেন তো সেই নির্দেশ? দুষ্টু হেসে এক লহমায় অভিনেত্রীর জবাব, "এই একই প্রশ্নটা আমার মা-বাবাও করছেন সমানে। পুরোপুরি কথা দিতে পারছি না। তবে চেষ্টা করব যতটা সম্ভব এই নির্দেশ মানা যায়।"