নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় চলছে বিয়ের মরশুম। রুবেল দাস-শ্বেতা ভট্টাচার্য থেকে শুরু করে অভিনেত্রী মল্লিকা মজুমদার সাত পাকে বাঁধা পড়েছেন এই মাসেই। এই আবহে এবার ‘চুপি চুপি’ ‘বিয়ে’ করে নিলেন রোহন এবং মানালি! রোহন একেবারে সিঁদুর পরিয়েই 'বিয়ে' করলেন মানালিকে। কাকপক্ষী কেউ টের পেল না। কিন্তু নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তলে তলে যে দু’জনের মধ্যে সম্পর্ক এতদূর গড়িয়েছে টেলিপাড়ায় সত্যি কোনও কানাঘুষো খবর ছিল না। স্বাভাবিকভাবে দু’জনের এই বিয়ের খবরে অনেকেই অবাক।
অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে রোহনের প্রেমের সম্পর্কের কথা সুবিদিত। সে খবর অজানা নেই কারও। একই ভাবে, মানালি পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের স্ত্রী। সর্বত্র তাঁদের সুখী দাম্পত্যের ছবি। হঠাৎ এমন কী হল যে সে সব ফেলে রোহন-মানালি এ ভাবে বিয়ে সারলেন?
আসল সত্যিটা হল, রোহন এবং মানালি বিয়ে করেছে ঠিকই, তবে বাস্তবে নয়। সান বাংলার মিউজিক্যাল শো ‘প্রাণের উৎসব’-এ দুজনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন। ‘প্রাণের উৎসব’ শো-এর চিত্রনাট্য অনুযায়ী রোহন এবং মানালি এক পাড়ার বাসিন্দা। সেই অনুযায়ী, সেই পাড়ার ছেলে পাড়ার মেয়েকে বিয়ে করেছে। রোহন মানালিকে সিঁদুর পরায় এবং দুজনের বিয়ে হয়। সেই বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।
