সংবাদ সংস্থা মুম্বই: নেটপাড়ায় ফের বিতর্কের ঝড় তুললেন ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস। ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তানকে উদ্দেশ্য করে এক ইনস্টাগ্রাম বার্তা পোস্ট করেছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল সম্ভবত শান্তির বার্তা দেওয়া, কিন্তু ফল হল একেবারে উল্টো। মুহূর্তে ট্রোল, ক্ষোভ, বিদ্রুপে ভরে উঠল নেটপাড়া। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পোস্টটি তিনি মুছে ফেলতে বাধ্য হন।
সেই পোস্টে রণবীর লেখেন, “আমার প্রিয় পাকিস্তানি ভাই-বোনেরা, আমি জানি অনেক ভারতীয় আমার উপর রেগে যাবেন তবু বলাটা দরকার—আমার অন্তরে তোমাদের প্রতি ঘৃণা নেই। আমরাও চাই শান্তি। যখনই পাকিস্তানিদের সঙ্গে দেখা হয়েছে, ভালবাসা পেয়েছি।”
I always believe everybody deserves a second chance ...we did with this guy too...but #beerbicep #RanveerAllahbadia does not deserve any sympathy hereafter. Boycott his podcast https://t.co/attj3zM05v
— AB RAVI (@abravi1)Tweet by @abravi1
তবে এখানেই থেমে থাকেননি এই বিতর্কিত ইউটিউবার। আরও লেখেন— “তোমাদের দেশ সরকার নয়, চালায় সেনা ও গোপন গোয়েন্দা সংস্থা আই এস আই (ISI)। সাধারণ পাকিস্তানিদের মনেও আছে শান্তির স্বপ্ন। কিন্তু এই দুই ‘ভিলেন’ স্বাধীনতার পর থেকেই তোমাদের অর্থনীতি ধ্বংস করে চলেছে। ভারতেও তারাই ঘটিয়ে চলেছে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলা।”
এরপর একাধিক “প্রমাণ” উল্লেখ করে তিনি লেখেন—
ধৃত সমস্ত জঙ্গিরাই পাকিস্তানের নাগরিক।
পাকিস্তানের সামরিক কর্তা হাজির ছিলেন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতার ভাইয়ের অন্ত্যেষ্টিতে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোদ স্বীকার করেছেন রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসের কথা।
তিনি যোগ করেন, “আমরা ঘৃণা ছড়াতে চাই না। কিন্তু ভারতের লড়াই সাধারণ পাকিস্তানির সঙ্গে নয়, বরং ISI ও পাক সেনার সঙ্গে। ইনশাল্লাহ, দীর্ঘমেয়াদে যেন শান্তি ফিরে আসে।”
কিন্তু নেটিজেনদের একাংশ এই বার্তাকে বলছেন ‘টোন-ডেফ’—অর্থাৎ, সময় ও পরিস্থিতি বুঝে না বলা। কেউ বলছেন, “এত বিতর্কের পরও শিক্ষা হয়নি?” কেউ আবার সরাসরি বয়কটের ডাক দিয়েছেন— “দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। এবার আর নয়। বিয়ার বাইসেপস-এর পডকাস্ট বয়কট করুন!”
এই প্রতিক্রিয়ার পর রণবীর ফের ভিডিও পোস্ট করে বলেন—“ভুল খবর ছড়াবেন না”, এবং আবারও পাকিস্তানের সন্ত্রাসে জড়িত থাকার প্রসঙ্গ তোলেন। কিন্তু ততক্ষণে বিতর্কের দাবানলের আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
