সংবাদসংস্থা মুম্বই: ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী বরখা বিস্ত। চার বছর আগেই আলাদা হয়েছে তাঁদের পথ। এতদিন নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দু'জনকে। কিন্তু এবার সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বরখা।
 
 
  
তাঁর কথায়, "বিবাহিত জীবন থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল ইন্দ্রনীল। প্রতারণাটাই বেছে নিয়েছিল। যদি আমার হাতে সবকিছু থাকত, এরকম দিন আসতে দিতাম না।" প্রাক্তন স্ত্রীর এই মন্তব্যের জবাব আজকাল ডট ইনকে দিয়েছিলেন ইন্দ্রনীল। জানিয়েছিলেন, আসল সত্যিটা তাঁদের দু'জন ছাড়া আর কারওর পক্ষে জানা সম্ভব নয়। তাই বরখার এই মন্তব্যে বেজায় হতাশ তিনি।
 
 এর মধ্যেই আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন বরখা। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান প্রাক্তন প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে তাঁর সম্পর্ক এখন ঠিক কেমন। বরখার কথায়, "আমরা আলাদা হয়ে গেলেও, এখনও করণকে খুব ভালবাসি।" 
 
 প্রসঙ্গত, দু'বছর ধরে সম্পর্কে ছিলেন করণ সিং গ্রোভার ও বরখা বিস্ত। এরপরে যদিও সম্পর্কে ইতি টানেন দুই তারকা। বরখার সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন করণ। অন্যদিকে, ইন্দ্রনীলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরখা। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। আপাতত মেয়ে মীরাকে নিয়ে একাই থাকেন বরখা। বরখার নানা মন্তব্য এখন ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে। যার জেরে এখন শিরোনাম দখল করছেন অভিনেত্রী।
