নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই সমাজমাধ্যমে রটছিল, জনপ্রিয় ও বিতর্কিত বাংলাদেশি অভিনেত্রী পরী মণির দেহ নাকি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে! এহেন গুজব ডালপালা মেলে আরও বেড়ে ওঠার আগেই ঢালিউডের আলোচিত এই তারকা একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি দিব্যি বেঁচে আছেন, দারুণ আছেন—আর বলাই বাহুল্য আত্মহত্যা করেননি! কিন্তু প্রশ্ন হল, কে ছড়াল এমন ভয়াবহ গুজব? কেন?
খানিক মজার সুরেই ফেসবুক লাইভ শুরু করেন পরী। প্রথমে জানান, একটা 'ভূত' এই ফেসবুক লাইভ করছে। তারপরেই নিজস্ব ছন্দে দৃঢ় স্বরে বলে ওঠেন, "আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনওভাবেই আত্মহত্যার পথ বেছে নেব না। আমার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এমন খবর রটিয়ে দিয়ে কোনও লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাত্ আমার মৃত্যু হয়েছে, জানবেন আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।”
এখানেই থামেননি পরী মণি। স্পষ্ট করে আরও বলে ওঠেন, আসলে অন্য কোনও ইস্যু থেকে নজর ঘোরাতে পরী মণিকে টেনে আনা হয়। আগে আমার আর একটা বিয়ের খবর করে দেওয়া হতো। এখন আর সেটা সম্ভব হচ্ছে না। তাই মেরে ফেলা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পীর সঙ্গে কী করা হচ্ছে এই মুহূর্তে। সেটা কাম্য নয়।” বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়ার উদ্দেশ্যেই যে পরীর এই বার্তা, তা বলার জন্য কোনও পুরস্কার নেই।
কথাশেষে তাঁর কড়া সংযোজন, "আমার সামান্য শরীর খারাপ হলেও আমার অনুরাগীরা তা জেনে যান। আমি নিজেই জানাই। সুতরাং, এসব ছড়িয়ে লাভ হবে না..."
