সংবাদসংস্থা মুম্বই: ছোটপর্দা থেকে বড়পর্দায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী অবনীত কৌর। দর্শকের থেকে পেয়েছেন বিপুল ভালবাসা। শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, আজ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে এই যাত্রা মোটেই সুখকর ছিল না, একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাঁকে।
এক সাক্ষাৎকারে অবনীত বলেন, "আমার তখন আট বছর বয়স। নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল। তখন মাকে গোটা বিষয়টা জানাই। মা আমাকে খারাপ স্পর্শ আর ভাল স্পর্শের মধ্যে পার্থক্য বোঝান। আট বছর বয়সে হয়তো এটা আমার না বুঝলেও চলত কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলিভাবে জানান। মায়ের বলা কথা শোনার পর থেকে আমি সব কিছুর জন্য প্রস্তুত থাকতাম।'
অভিনেত্রী আরও বলেন, "ছোটবেলায় শুধু যৌন নিগ্রহ নয়, একবার মৌখিক নির্যাতনও করা হয়েছিল। তখন ১১ বছর বয়স, শুটিং চলাকালীন আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম, তখন হঠাৎ করে মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করেন পরিচালক। এই ইন্ডাস্ট্রিতে অনেককিছু সহ্য করে টিকে রয়েছি। বাবা-মার সাহায্য ছাড়া পারতাম না এতদূর এগোতে।"
প্রসঙ্গত, লভ ইন ভিয়েতনাম' বলে একটি ছবিতে অভিনয় করছেন অবনীত। এছাড়া টম ক্রুজের ছবি 'মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং'-এও তাঁকে দেখা যাবে।
