নিজস্ব সংবাদদাতা: ২০২১, ২০২২, ২০২৩। এই  তিন বছর ধরে ক্রিসমাস মানেই ছিল বাংলা ছবির বক্স অফিসে হাজির দেব-অভিজিৎ সেন-অতনু‌ রায়চৌধুরীর টাটকা নতুন ছবি। তবে ২০২৪-এ সেই নিয়মে ধাক্কা লেগেছে। গত বছরের বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে হাজির হয়নি অতনু-অভিজিতের ছবি। তবে এ বছর যে সেই বিষয়টির পুনরাবৃত্তি হবে না তার জন্য বছরের শুরুতেই আগেভাগে ঘোষণা সেরে দিলেন দেব। ‘রঘু ডাকাত’-এর পর চলতি বছর দেবের দ্বিতীয় ছবি ‘প্রজাপতি ২’! অভিনয়ে তিনি নিজে, পরিচালনায় অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী।  প্রজাপতি ২ আসবে এই বছরের ক্রিসমাসে। 

 

এক্স হ্যান্ডেলে অতনু-অভিজিতের সঙ্গে নিজের একটি ঝলমলে ছবি পোস্ট করছেন দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ২০২৪-এর কিছু না বলা গল্প বলা হবে ২০২৫-এ। আমাদের আগামী ছবির ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে। আসছে ‘প্রজাপতি ২’...”

 

?ref_src=twsrc%5Etfw">January 1, 2025


‘প্রজাপতি ২’-এর প্রধান প্রযোজক অতনু রায়চৌধুরী আজকাল ডট ইন-কে বললেন, “দেব এবং মিঠুন চক্রবর্তী থাকছেন ‘প্রজাপতি ২’-এর প্রধান দুই ভূমিকায়। নাম যখন প্রজাপতি তখন আগের ছবি বেশ কিছু ছোঁয়া থাকবে নিশ্চয়ই কিন্তু গল্প কিন্তু পুরোপুরি আলাদা হতে চলেছে।” ‘প্রজাপতি’-র মতো এর সিক্যুয়েলেও খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্করদের কি ফের দেখা যাবে? খানিক সতর্ক ভঙ্গিতে প্রযোজকের জবাব, “খরাজকে তো দেখা যাওয়া উচিত।  মমতা শঙ্করের চরিত্রটি নিয়ে চিন্তাভাবনা চলছে।” আর নায়িকা? অতনু রায়চৌধুরী জানিয়েছেন এখনও ‘লক’ হয়নি বিষয়টি। একাধিক নাম নিয়ে আলোচনা চলছে এটুকু বলতে পারি। ঠিক যেমন চিন্তাভাবনা চলছে ছবির সুর পরিচালনার দায়িত্ব কে সামলাবেন।  তিনি আরও জানান, ‘প্রজাপতি ২’-এর বেশিরভাগ অংশের শুটিংটাই সারা হবে বিদেশে। তবে সেটা কোন জায়গা তা এখনই ফাঁস করতে নারাজ প্রযোজক  -“তিনটি জায়গা বাছাই করে রেখেছি আমরা। ফাইনালাইজড করতে আরও একটু সময় লাগবে আমাদের। তবে হ্যাঁ, মার্চের মাঝামাঝি থেকেই এই ছবির শুটিং শুরু করে দেব আমরা।”

 

কেন পরপর তিন বছর সুপারহিতের হ্যাটট্রিকের পরেও গত বছর তাঁদের ত্রয়ীর ছবি প্রেক্ষাগৃহে এল না, সেই প্রশ্নের জবাবে ‘প্রজাপতি’, ‘প্রধান’ ছবি খ্যাত এই প্রযোজক বলেছিলেন, “দেব নিজে অনুরোধ করে বলেছিল যে 'খাদান'-এর বাজেটটা অনেক বেশি। বড় স্কেলের ছবি তাই ব্যবসাটা ধরতে ক্রিসমাসের আবহটা ওর প্রয়োজন। দেব তো শুধু আমার ছবির নায়ক নয়, একজন প্রযোজকও বটে। আমি নিজে একজন প্রযোজক হয়ে এই সমস্যাটা বুঝি। তাই দেবের অনুরোধে রাজি হয়ে গেলাম।”