অসম আবারও প্রমাণ করল, একজন শিল্পী সত্যিই অমর। মৃত্যুর পর প্রথম জন্মদিনে পুরো রাজ্য একসুরে স্মরণ করল তাদের প্রিয় ‘জুবিন দা’কে। মঙ্গলবার সকাল থেকেই অসমের আকাশ জুড়ে ছিল এক অন্যরকম আবেগের সুর, যে সুরের জন্ম দিয়েছেন জুবিন গর্গ নিজে। সোমবার রাত বারোটায় কাহিলিপাড়ার সেই পরিচিত বাড়ির সামনে ভক্তরা যখন ভিড় জমাতে শুরু করেন, তখন কারও চোখেই ঘুম নেই। নরম আলো, হাতে গামোছা-এভাবেই তাঁরা কেক কেটে জন্মদিন শুরু করেন।
 গায়কপত্নী গরিমা সাইকিয়া গার্গ আর বোন পালমী বড়ঠাকুর উপস্থিত ছিলেন সেই নীরব মুহূর্তে। ভক্তরা গাইলেন, “শুভ জন্মদিন, জুবিন দা”।তারপর একের পর এক তাঁর জনপ্রিয় সব গান, ‘মায়া’, ‘মিসিং ইউ’, ‘অয়নাম’, ‘মনতলগা’ যার প্রতিটিই সেই রাতে যেন আরও ব্যথা বড় করে তুলল। 

 

 

 

মঙ্গলবার সকালে কাহিলিপাড়ায় হাজির হল বিশাল ২০ কেজির জন্মদিনের কেক। তারপর যে ঘটনা ঘটল তা প্রায় চমকে দেওয়ার মতোই।জুবিন গার্গের বাবা কপিল বোরঠাকুর ও স্ত্রী গরিমা মিলে শিল্পীর একটি মূর্তি উন্মোচন করলেন। মুহূর্তটি দেখে জড়ো হওয়া শত শত মানুষের চোখ ভিজে উঠল। হাততালি, কান্না আর এক গভীর শূন্যতার অনুভব সব মিলিয়ে অসামান্য আবেগময় পরিবেশ তৈরি হয়েছিল।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by I LOVE BONGAIGAON (@ilovebongaigaon)