নিজস্ব সংবাদদাতা: বলিউডের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুর গুজব ছড়াতেই হতবাক ভক্তমহল। ফেসবুকে এক পোস্ট ঘিরে শুরু হয় এই বিভ্রান্তি। ব্যবহারকারী শবানা শেখ একটি মাল্যদানকৃত ছবির সঙ্গে লেখেন, “প্রয়াত প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে। একটি সঙ্গীতযুগের অবসান (০১ জুলাই, ২০২৫)।”

 

এই বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হতেই মুখ খোলেন আশার ছেলে আনন্দ ভোঁসলে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্পষ্ট জানিয়েছেন—“এই খবর একেবারেই মিথ্যে।”

 

প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই আশা ভোঁসলে হাজির ছিলেন ১৯৮১ সালের ‘উমরাও জান’ ছবির থিয়েট্রিক্যাল রি-রিলিজ স্ক্রিনিংয়ে। সেই অনুষ্ঠানে মঞ্চে উঠে তিনি গেয়েছিলেন সেই ছবির অমর গান “দিল চীজ ক্যা হ্যায়”—আর তাঁর সঙ্গে ছিলেন পরিচালক মুজফ্‌ফর আলি ও রেখা। এমন জনসমক্ষে সাম্প্রতিক উপস্থিতি থাকা সত্ত্বেও এমন গুজব ছড়ানোয় রীতিমতো বিস্মিত অনুরাগীরা।

 

সম্প্রতি, মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আশা স্মরণ করেন তাঁর স্বামী ও কিংবদন্তি সুরকার আর ডি বর্মনের কথা। বলেন,“তাঁর সংগীতই ছিল তাঁর প্রেরণা। ও চাইত আমি সব সময় কিছু নতুন করি, গলা বদলাই। ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রায় ৮৪০টি গান আমি ওর জন্য গেয়েছি। আজও ৫০ বছর আগের সেই গানগুলোই মানুষ ভালবাসে।”

 

আরও পড়ুন: পাকিস্তানকে বেমক্কা খোঁচা দিয়ে অজয় এবার স্কটল্যান্ডে! প্রথম ঝলকে দর্শকমন জয় করতে পারল ‘সন অফ সর্দার ২’?

 

ভারতীয় সংগীতের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় আশার জীবন। বহু ভারতীয় ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক সম্মান। ২০০৮ সালে পেয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। এছাড়াও সম্মানিত হয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার-এ।

 

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে আশা ভোঁসলের কণ্ঠে শোনা গিয়েছিল সেই বছরের অন্যতম হিট গান ‘তওবা তওবা’।  দুবাইয়ে একটি কনসার্ট করেন বর্ষীয়ান শিল্পী। সেখানেই গায়িকাকে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ ছবির এই গান গাইতে শোনা গেল। সেই সঙ্গে গানের 'হুক স্টেপ'ও করেছিলেন আশা ভোঁসলে। ৯১ বছরের শিল্পী মঞ্চে টেক্কা দিয়েছিলেন ভিকিকে। দুবাইয়ের মঞ্চে গায়িকার এই গান ও নাচ দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন উপস্থিত শ্রোতারা। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

 


উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে এক রেস্তরাঁয় দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে। তার পরেই শুরু হয়েছিল তাঁদেরশেষমেশ জানাই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সিরাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ পাল্টা সিরাজও তাঁকে বোন সম্বোধন করেন। লেখেন, তাঁর বোনের মতো মানুষ বিরল।  এমনকি, তাঁর বোনকে তিনি কতটা ভালবাসেন সে কথাও লেখেন ভারতীয় পেসার। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের সম্পর্ক ভাই-বোনের। প্রেমের গুঞ্জন। নিজের ২৩তম জন্মদিনে সমাজমাধ্যমে কিছু ছবি দেন আশা ভোঁসলের নাতনি। সেখানে একটি ছবিতে তাঁকে সিরাজের সঙ্গে দেখা যায়। দু’জন দু’জনের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। এই ছবি প্রকাশ পেতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের আনাচেকানাচে। শুরু হয় তাঁদের প্রেমের গুঞ্জন।