শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন পরিচালক হিসেবে। বহু প্রতীক্ষিত তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে সোমবার। আর ট্রেলার মুক্তি পেতেই কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরিয়ানের স্টাইলিশ সিনেমা-মেকিংকে, তেমনই উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিরিজের মুক্তির দিনের জন্য।

 

 

ট্রেলার জুড়ে ভরপুর ড্রামা, নাচ, গান, রঙিন বিনোদনের পশলা। গোটা বিষয়টির উপর ব্যাকরণ মেনে রয়েছে একেবারে বলিউডি ফিল্মি ছোঁয়া। সিরিজে মুখ্যচরিত্রে লক্ষ্য অভিনীত চরিত্রে আসমান সিং, এক সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছে এখানে। বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় ছেলেটি স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। তবে তার যাত্রা মসৃণ নয়—সুপারস্টার অজয় তলওয়ার-এর সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া, আর শেষমেশ নিজের জায়গা করে নেওয়ার লড়াই—সব মিলিয়ে একেবারে বাণিজ্যিক ঢংয়ে গড়া কাহিনি। আমিরকে যেমন ‘ছি ছি’ করতে করতে মজার দৃশ্যে দেখা গিয়েছে তেমনই ট্রেলারের একেবারে শেষে শাহরুখের মুখে গালাগালি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া!

 


তবে সিরিজটির সবচেয়ে বড় চমক—বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। টিজারে দেখা মিলেছিল সলমন খান, করণ জোহর আর ব়্যাপার বাদশার। কিন্তু ট্রেলারে বাজিমাত করেছেন শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর ও রাজকুমার রাও। এক কথায় তারকার মেলা বসেছে সিরিজ ঘিরে। প্রধান চরিত্রে রয়েছেন লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মণীশ চৌধুরী, রাঘব জুয়েল, অন্যা সিং, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদি ও গৌতমী কাপুর।

 


বলাই যায়, বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা হল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের হাত ধরে। এতদিন পর্যন্ত আরিয়ানকে দর্শক মূলত পরিচালনা ও লেখালেখির কাজে মনোনিবেশ করতে দেখেছি। তবে এবার তিনি নতুন এক ভূমিকায় সামনে এলেন—গায়ক হিসেবে। তাঁর এই গানের অভিষেক হয়েছে তাঁর আসন্ন ওয়েব সিরিজে। 

 

আরও পড়ুন: মুম্বইয়ে থেকে শহরের নাম নিয়ে ছেলেখেলা? ক্যাফেতে গুলিবর্ষণের পর ফের বিপাকে কপিল শর্মা

 


সিরিজের সর্বশেষ গান 'তেনু কী পাতা'-তে আরিয়ানের কণ্ঠ শোনা যাবে। এই গানে তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও উজওয়াল গুপ্তা। গানের কথা লিখেছেন কুমার আর সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল গুপ্তা। গানটি সিরিজের তৃতীয় অফিসিয়াল ট্র্যাক, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

ট্রেলারে দেখা গিয়েছে, বলিউডে বাইরের মানুষের টিকে থাকা কতটা কঠিন, সেটাই এই সিরিজের মূল সুর। গল্পে একদিকে রয়েছে স্বপ্ন ও সাফল্যের লড়াই, অন্যদিকে রয়েছে ক্ষমতা ও প্রভাবের টানাপোড়েন। দর্শক বলছেন, সিরিজটির ট্রেলার যেন বাস্তব জীবনের বহু ঘটনা প্রতিফলিত করেছে। বিশেষ করে কারও কারও মতে, এতে কার্তিক আরিয়ান ও ধারা প্রোডাকশনের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিতও রয়েছে।

 


আলোচনার কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে আরিয়ান খান, কারণ প্রথমবারের মতো তিনি শুধু ক্যামেরার পিছনেই নয়, গায়ক হিসেবেও সামনে আসছেন।
শাহরুখ খানের ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই আরিয়ানকে নিয়ে মানুষের আগ্রহ ছিল প্রবল। তবে তিনি অভিনয়ে আসেননি। বরং লেখালেখি ও পরিচালনাকে নিজের পথ হিসেবে বেছে নেন। এখন আবার গানের মঞ্চে পা রাখায় তাঁর যাত্রা একেবারেই নতুন মোড় নিল। অনেকেই মনে করছেন, এভাবে বহুমুখী প্রতিভা দেখিয়ে তিনি ধীরে ধীরে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করতে চাইছেন।

 

সিরিজটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর, শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ। ফলে দর্শক ঘরে বসেই দেখতে পারবেন। এরই মধ্যে গান ও ট্রেলার ঘিরে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, শাহরুখ খানের ছেলের কাছ থেকে যেমন ভিন্নধর্মী কিছু প্রত্যাশা করা হচ্ছিল, এই সিরিজ ও গান সেটিই প্রমাণ করবে।