সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার ঝকঝকে কেরিয়ারে যেমন সাফল্যের ঝলক, তেমনই আছে সম্পর্কের জটিলতা আর বিতর্কের অন্ধকার ছায়া। জয়া বচ্চন বা হেমা মালিনীর সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই সরগরম ফিল্মপাড়া। তবে এবার আরও এক বর্ষীয়ান অভিনেত্রীর মুখে উঠল রাখঢাকহীন অভিযোগ—তিনি হলেন অরুণা ইরানি।

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অরুণা ইরানি জানান, রেখা একসময় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী হলেও, পরে ইচ্ছাকৃতভাবে তাঁকে একটি ছবির কাজ থেকে বাদ দেওয়ান। এমনকী, একটি ছবির জন্য চুক্তি স্বাক্ষরের পর অগ্রিম পারিশ্রমিক পাওয়ার পরও, প্রযোজকের তরফে জানানো হয়—"রেখা চাইছেন না আপনি ছবিতে থাকুন।"

 

 

ঘটনাটি ঘটেছিল 'মঙ্গলসূত্র' নামের একটি ছবিকে ঘিরে। অরুণা বলেন, "আমি যখন রেখাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, তখন ও স্বীকার করেছিল যে যদি আমি ওই আবেগঘন চরিত্রটা ভাল করে অভিনয় করি, তাহলে নাকি ওর চরিত্রটা নেতিবাচক মনে হতে পারত দর্শকের কাছে।"

 

এটাই প্রথম নয়। অরুণা আরও জানান, পরিচালক কে. বিশ্বনাথের সঙ্গে 'সরগম' ও 'ঔরত'-এর মতো ছবিতে কাজ করেছিলেন তিনি ও রেখা। 'ঔরত' ছবিটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় ছ'বছর। শুরুর দিকে অরুণার চরিত্র ছিল বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু পরবর্তীকালে ছবির নির্মাণে নানান পরিবর্তনের ফলে সেই চরিত্রটি ছোট করে দেওয়া হয়।বিশ্বনাথ সম্পর্কে অরুণা বলেন, "তিনি একজন কঠোর এবং অভিনয়ের ক্ষেত্রে অত্যন্ত নিবেদিত পরিচালক ছিলেন। আমরা দু’জনেই শুটিংয়ের আগে নার্ভাস থাকতাম।" 

 

এই  সাক্ষাৎকার ঘিরে বলিউড মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রেখা যাঁকে একসময় বলতেন বন্ধু, সেই ব্যক্তিই আজ দাবি করছেন—বন্ধুত্বের আবরণে ছিল প্রতিদ্বন্দ্বিতার বিষ।