নিজস্ব সংবাদদাতা: ১৩ বছর প্রেম পর্বের পর অবশেষে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন? সমাজ মাধ্যমে তেমন ইঙ্গিত দিলেন টলিউডের বহু চর্চিত তারকা জুটি। বিয়ের সাজে নজর কাড়লেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। 


কিছুদিন আগেই নতুন জীবনের শুরুর খবর জুটিতে দিয়েছিলেন তাঁরা। সেই সময় নেটিজেনরা অনেকেই বলেছিলেন আগামী ছবির প্রচার বা কোনও বিজ্ঞাপনের শুটিংয়ে হয়তো জুটি বাঁধছেন তাঁরা। জানিয়েছিলেন,জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সাজেই নাকি বিশেষ দিনে সেজে উঠবেন তাঁরা। সমাজ মাধ্যমে অঙ্কুশের ভাগ করা ভিডিওতে তেমনটাই জানা গিয়েছিল। ওই ভিডিওতে দেখা গিয়েছিল শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তাঁরা, এমনটাই জানালেন।


কিন্তু এবার আরও চমক দিয়ে একেবারে বিয়ের সাজে ধরা দিলেন জুটিতে। লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গেল ঐন্দ্রিলাকে। ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। এমনকী, কালো সারি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও দেখা গেল জুটিকে। সমাজ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই অঙ্কুশ-ঐন্দ্রিলার এই লুক।