আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খানের প্রথম সন্তান আসতে চলেছে! শুরাকে ৪ অক্টোবর মুম্বইয়ের খর এলাকার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের গাড়ি হাসপাতালে পৌঁছনোর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিশ্চিত করেছে যে দম্পতি সুখবরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মালাইকা অরোরার সঙ্গে আলাদা হওয়ার পর আরবাজ ২০২৩ সালে শুরাকে বিয়ে করেন। এটি অরবাজ এবং শুরার প্রথম সন্তান।

সম্প্রতি খান পরিবার শুরার বেবি শাওয়ার উদযাপন করা হয়। সলমন খান, যিনি বর্তমানে ‘বিগ বস ১৯’ এবং ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত, এই অনুষ্ঠানং উপস্থিত হয়েছেন। কাছের পরিবার এবং ইন্ডাস্ট্রি বন্ধুদের উপস্থিতিতে সলমন কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানে প্রবেশ করেন। অনুষ্ঠান থেকে অভিনেতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বেবি শাওয়ারে অরবাজ এবং শুরা রংমিলান্তি করে হলুদ পোশাক পরেছিলেন। হবু মাকে একটি ফ্লোয়িং গাউন পরে দারুণ সুন্দর দেখাচ্ছিল, আর আরবাজের পরনে ছিল সাদা ট্রাউজার্সের সঙ্গে হলুদ শার্ট। কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা।

আরবাজ জুন মাসে শুরার গর্ভধারণের খবর নিশ্চিত করেছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি এটি অস্বীকার করছি না, কারণ খবর ইতিমধ্যেই বাইরে এসেছে। আমার পরিবার জানে, আর এখন এটি জনসমক্ষে প্রকাশিত। এটি আমাদের দু’জনের জন্য খুবই উত্তেজনাপূর্ণ সময়। আমরা আনন্দিত। এবং এই নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)