অভিনেতা ও পরিচালক আরবাজ খান তাঁর ‘জান’, বন্ধু ও জীবনসঙ্গী শুরা খানের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানালেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে আরবাজ লেখেন, শুরার সঙ্গে কাটানো প্রতিটি দিন তাঁর জীবনে আশীর্বাদের মতো।

ইনস্টাগ্রামে শুরার সঙ্গে একটি ছবি পোস্ট করে আরবাজ লেখেন, ‘শুভ জন্মদিন আমার সঙ্গী, আমার বন্ধু, আমার জান। তুমি আমার শক্তি, আমার হাসি, আমার ঘর, সব কিছু। তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই আমার কাছে আশীর্বাদ। তোমাকে আমার জীবনে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আজকের দিনটা যেন তোমার মতোই বিশেষ ও সুন্দর হয়। তোমার সব স্বপ্ন আজ এবং চিরকাল পূরণ হোক।’ পোস্টে ভালবাসার ইমোজিও জুড়ে দেন তিনি। পাশাপাশি, সাদা পোশাকে ‘টুইনিং’ করা তাঁদের একাধিক ছবিও ভাগ করে নেন আরবাজ।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে আরবাজ ও শুরা তাঁদের বিয়ের দু’বছর পূর্ণ করেছেন। সেই উপলক্ষে শুরাও স্বামীর জন্য একটি মজাদার ও ভালবাসায় ভরা পোস্ট শেয়ার করেছিলেন। নানা অনুষ্ঠানে বলিউড গানের তালে আরবাজের নাচের একগুচ্ছ ভিডিও পোস্ট করে শুরা লিখেছিলেন, ‘আমি যখন বলি তোমার সঙ্গে এক মুহূর্তও একঘেয়ে নয়, সেটা একেবারেই বাড়াবাড়ি নয়। এক বছর, অসংখ্য ভিডিও আর অগুনতি হাসি। তোমার সঙ্গে জীবনটাই আমার সবচেয়ে প্রিয় ধরনের বিশৃঙ্খলা। আমার চিরকালের বিনোদন আর ভালবাসাকে শুভ বিবাহবার্ষিকী।’

জানা যায়, ‘পাটনা শুক্লা’ ছবির শুটিং সেটেই প্রথম আলাপ হয় আরবাজ ও শুরার। সেই ছবিতে শুরা কাজ করছিলেন অভিনেত্রী রবীনা ট্যান্ডনের মেকআপ আর্টিস্ট হিসাবে। কাজ করতে করতেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। অবশেষে ২০২৩ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তাঁরা।
২০২৫ সালের ৫ অক্টোবর তাঁদের জীবনে আসে আরও এক নতুন আনন্দ। আরবাজ ও শুরা প্রথম সন্তানের বাবা-মা হন। কন্যাসন্তানের নাম রেখেছেন সিপারা খান।

?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

আরবাজ ও মালাইকা আরোরার বিবাহবিচ্ছেদ বলিউডে দীর্ঘদিন আলোচিত একটি ঘটনা। প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে আইনি বিচ্ছেদে শিলমোহর পড়ে তাঁদের সম্পর্কে। ১৯৯৮ সালে বিয়ে করেছিল এই তারকা দম্পতি, তাঁদের একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদের পরও সন্তানের স্বার্থে দু’জনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। নানা জল্পনা ও চর্চা সত্ত্বেও আরবাজ ও মালাইকা দু’জনেই প্রকাশ্যে জানিয়েছেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজও পরিবার হিসাবে একে অপরের পাশে আছেন। তবে আপাতত শুরার সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা।