খান পরিবারে আনন্দের ঢেউ! আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খান রবিবার, ৫ অক্টোবর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তারকা-দম্পতির কোলে এসেছে কন্যা সন্তান। এটি খান পরিবারের জন্য এক বিশেষ মুহূর্ত। কারণ বহু বছর পর ঘরে এসেছে নতুন আনন্দের ছোট্ট অতিথি।
আরবাজ খানের স্ত্রী শুরা শনিবার সকালে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা আগ্রহী হয়ে ছিলেন যে, কবে আনন্দের খবরটি শোনানো হবে। দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর এক ছেলে রয়েছে। আরহান খান। বয়স ২২।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বার্তা নিয়ে ভরে দিয়েছেন অনুরাগীরা। তবে আরবাজের পরিবার এই সুন্দর সময়ে তাঁদের গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।
মনে করা হচ্ছে, তাঁদের সন্তানের জন্মের বিষয়টি একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তখনই প্রকাশ করা হবে, যখন আরবাজ এবং শুরা সংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত হবেন। আপাতত দম্পতি তাঁদের নবজাতকের সম্পর্কে যাবতীয় তথ্য গোপন রেখেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Varinder Chawla (@varindertchawla)
আরবাজ এবং শুরার প্রথম দেখা হয়েছিল ‘পাটনা শুক্লা’ ছবির সেটে। যেখানে শুরা মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছিলেন। সেই দেখা থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম।
কয়েকদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয় শুরার বেবি শাওয়ার। আরবাজ এবং শুরা রংমিলান্তি করে হলুদ পোশাক পরেছিলেন। হবু মাকে একটি ফ্লোয়িং গাউন পরে দারুণ সুন্দর দেখাচ্ছিল, আর আরবাজের পরনে ছিল সাদা ট্রাউজার্সের সঙ্গে হলুদ শার্ট। কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা।
আরবাজ জুন মাসে শুরার গর্ভধারণের খবর নিশ্চিত করেছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি এটি অস্বীকার করছি না, কারণ খবর ইতিমধ্যেই বাইরে এসেছে। আমার পরিবার জানে, আর এখন এটি জনসমক্ষে প্রকাশিত। এটি আমাদের দু’জনের জন্য খুবই উত্তেজনাপূর্ণ সময়। আমরা আনন্দিত। এবং এই নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি।”
বিয়ের প্রায় দু’বছর পর মা-বাবা হলেন আরবাজ এবং শুরা। আরবাজের পরিবার এবং ছেলের সঙ্গেও সুন্দর সমীকরণ শুরার। পেশায় তিনি হলেন বলিউডের একজন পরিচিত মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘদিন ধরে ফ্যাশন জগতে কাজ করছেন। শুরা বিভিন্ন বলিউড অভিনেতা থেকে শুরু করে মডেলদের সঙ্গেও কাজ করেছেন। শুরার নিখুঁত এবং সৃজনশীল মেকআপে কারণে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তিনি বিখ্যাত।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আরবাজ এবং শুরা। দুই থেকে তিন হলেন তাঁরা। খান পরিবারের খুশির জোয়ার।