৫৮ বছর বয়সে এসে পুনরায় বাবা হয়েছেন সলমন খানের ভাই, অভিনেতা আরবাজ খান। মেয়ের জন্মের প্রায় মাসখানেক পর এদিন এই তারকা জুটি তাঁদের মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন। আলাপ করালেন ছোট্ট সিপারার সঙ্গে।
গত ৫ অক্টোবর বাবা মা হন আরবাজ খান এবং সুরা খান। তাঁদের বিয়ের ২ বছর পূর্ণ হওয়ার আগেই পুনরায় পিতৃত্বের স্বাদ পান অভিনেতা। এদিন, অর্থাৎ ১৯ নভেম্বর সকলের সঙ্গে মেয়ের আলাপ করালেন আরবাজ এবং সুরা। লিখলেন এক মিষ্টি ক্যাপশন।
এদিন সুরা খান ইনস্টাগ্রামে যে ছবিগুলো পোস্ট করেছেন তার প্রথমটায় দেখা যাচ্ছে মেয়ের ছোট্ট পা দুটো ধরে আছেন তিনি। পরের ছবিতে দেখা যাচ্ছে মা বা বাবার হাত শক্ত করে ধরে রয়েছে ছোট্ট সিপারা। এই ছবিগুলো পোস্ট করে সুরা লেখেন, 'সব থেকে ছোট্ট হাত এবং পা, আর এগুলোই আমাদের জীবনের, হৃদয়ের সব থেকে বড় জায়গা জুড়ে রয়েছে।' সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে মেয়ের নাম লেখেন তাঁরা।
এদিন তাঁরা মেয়ের ঝলক প্রকাশ্যে আনতেই তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁদের অনুরাগীরা। বাদ যাননি বলিউডের তারকারাও। গওহর খান এদিন লেখেন, 'আল্লাহ আপনাদের আশীর্বাদ দিক।' মাহিপ কাপুর কমেন্টে একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।
তবে এদিন তাঁরা মেয়ের মুখ দেখাননি। ইদানিংকালে, বহু তারকারাই তাঁদের সন্তানদের মুখ প্রকাশ্যে আনছেন না। কেউ কেউ দুই তিন বছর পর সন্তানকে ক্যামেরার সামনে আনছেন, কেউ পাঁচ বছর অতিক্রম করে গেলেও চিত্রসাংবাদিকদের থেকে আড়ালে রাখছেন সন্তানদের। সেই ধারা বজায় রাখলেন আরবাজ এবং সুরাও। এদিন তাঁরা মেয়ের ছবি পোস্ট করলেও, মুখ দেখালেন না।
প্রসঙ্গত আরবাজ খান এবং সুরা কেউই তাঁদের সম্পর্কের কথা বিয়ের আগে সেভাবে প্রকাশ্যে আনেননি কখনই। ২০২৩ সালের শেষ দিকে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়। এরপর চলতি বছরের ৫ অক্টোবর ভূমিষ্ট হয় সিপারা। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, আরবাজ খানের আরও এক পুত্র আছে, আরহান খান। তাঁর প্রথম স্ত্রী মালাইকা আরোরা এবং আরবাজের সন্তান সে। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন আরহান।
আরবাজ খানকে আগামীতে 'কাল ত্রিঘোরী' সিরিজে দেখা যাবে। এটি একটি অতিপ্রাকৃত থ্রিলার সিরিজ। নীতিন বৈদ্য পরিচালনা করেছেন এই সিরিজের। এছাড়া তাঁর হাতে রয়েছে 'রাজা মন্ত্রী চোর সিপাহি', 'সেকশন ১০৮', ইত্যাদির মতো প্রজেক্ট। অন্যদিকে সুরা খান বলিউডের একজন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট।
