সংবাদ সংস্থা মুম্বই:  এআর রহমানের সুরে বহু সিভিতে গান গেয়েছেন সোনু নিগম। এবং সেই সব গানের বেশিরভাগই দারুণ চর্চিত ও প্রশংসিত। তবে এবার অস্কারজয়ী সুরকারের ব্যক্তিগত স্বভাব নিয়ে খানিক কটাক্ষ-ই করলেন এই জনপ্রিয় গায়ক। জানালেন, রহমান কোনওদিনই খুব একটা আমুদে মানুষ নন, মেলামেশা করেন না সেভাবে। গল্পগুজব তো দূরের কথা। 

 

সোনুর কথায়, " রহমান সম্পর্ক বানান না। তৈরিতেও একেবারে আগ্রহ দেখান না। কথাবার্তাও ভীষণ কম বলেন। আমার অন্তত তেমন অভিজ্ঞতা। হয়ত নিজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে তিনি মেলামেশা করেন, যাঁরা ওঁকে রহমান নয় বরং দিলীপ হিসাবে চিনত। স্পষ্ট কথায়, রহমান একেবারেই মিশুক নন। শুধু কাজটাই বোঝেন।"

 

" রহমান সত্যিই অন্য ধরনের। একটু অদ্ভুত। কারও বিষয়ে কিছু জানতে চান না। উনি নিজেও চান না ওঁর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন। কূটকচালি কী জানেন না। এই আর কি।"

 

সম্প্রতি, এআর রহমানের সঙ্গে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন গায়ক। নিজের কেরিয়ারে একবারই মাত্র রহমানের সুরে গান গেয়েছিলেন অভিজিৎ। গানের নাম অ্যায় ‘নাজনিন শুনো না’। ছবির নাম ‘দিল হয় দিল মে ছবির’। রহমানকে কটাক্ষ করে অভিজিৎ জানান, রাতবিরেতে উদ্ভট সময়ে কাজ করাটা সবসময় শিল্পের দোহাই বলে চালানো যায় না! মেনে নেওয়াও যায় না। যাই হোক, অভিজিৎ আরও জানান, রহমানের প্রধান সহকারী সেদিন এই কাজ সামলানোর দায়িত্বে ছিলেন। রহমান নিজে একটিবারের জন্যেও হাজির হননি। অভিজিতের মতে অস্কারজয়ী সুরকারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা একেবারেই ‘সুরেলা’ ছিল না।