নিজস্ব সংবাদদাতা: এই প্রথমবার ভৌতিক ঘরানার ছবিতে হাত পাকাতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। যার পরিচালনার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। 

 


'উইন্ডোজ'-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'ফাটাফাটি'র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই 'বাবা বেবি ও'র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যে ছবির নাম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা। 

 


এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায় ও বিমল গিরি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অপূর্ব বার। মঞ্চ থেকে ছোটপর্দায় তিনি পরিচিত মুখ। কাজ করেছেন বড়পর্দাতেও। 

 

সম্প্রতি, সমাজমাধ্যমে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর চিত্রনাট্যের ছবি ভাগ করেন তিনি। দেখা যায়, চিত্রনাট্যের উপরে লেখা, 'তোর মতো একজন অভিনয়ের ছাত্রকে আমার ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দিতে পেরে খুব খুশি।' সেখানেই লেখা রয়েছে, অপূর্বর চরিত্রের নাম 'ছোট তান্ত্রিক'। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শুটিং।