নিজস্ব সংবাদদাতা: 'আপনজনরা পাশে থাকলে অচেনা শহরকেও নিজের মনে হয়'-সমাজ মাধ্যমে এমনটাই লিখলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সঙ্গে জুড়লেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে বেশকিছু ছবি। অনস্ক্রিন মাকে বাস্তবেও মায়ের চোখেই দেখেন প্রিয়াঙ্কা। একইভাবে, প্রিয়াঙ্কাকে আদর-যত্নে নিজের মেয়ের জায়গাটা দিয়েছেন অপরাজিতা।
স্টার জলসার জনপ্রিয় 'মা' ধারাবাহিকে অপরাজিতা আঢ্যর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। মা ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রের নান ছিল 'বুবলি'। সেই থেকেই মা-মেয়ের সম্পর্ক অফস্ক্রিনেও জমে ওঠে। অপরাজিতার বাড়ির নানা অনুষ্ঠানে দেখা যায় প্রিয়াঙ্কাকে। মাঝেমধ্যেই একটু সময় কাটাতে দু'জন বেরিয়ে পড়েন।
বহুদিন আগেই টলিউড থেকে বলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা। সমাজমাধ্যমে তাঁর ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে 'মেয়ে'র সঙ্গে দেখা করতে মুম্বই এসেছেন অপরাজিতা। আদর করে প্রিয়াঙ্কার ঠোঁটে চুমু এঁকে দিয়েছেন তিনি। সোহাগে-আদরে মাখামাখি ছবিগুলো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানা মন্তব্য ভেসে এসেছে। যদিও নেতিবাচক কোনও মন্তব্যকে গুরুত্ব দেননা দুই অভিনেত্রী।
তবে কি দু'জন একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডে? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একসঙ্গে কাজ করছেন ঠিকই তবে বলিউডে নয়। বাংলাতেই নারী দিবস উপলক্ষ্যে একটি নতুন উদ্যোগ নিয়ে আসছেন অপরাজিতা-প্রিয়াঙ্কা।
