অনুষ্কা শর্মার কামব্যাক ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল ২০২২ সালে ঘোষণার পর থেকেই।  ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী-র জীবনের উপর ভিত্তি করে তৈরি এই স্পোর্টস বায়োপিক নিয়ে তুমুল আগ্রহ ছিল দর্শকমহলে। কিন্তু দু’বছর কেটে গেলেও এখনও ছবি মুক্তির কোনও হদিশ নেই। না প্রচার, না রিলিজ আপডেট—সব কিছুতেই নীরবতা পালন করছে নির্মাতারা। ২০২২ সালে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবির শুটিং করতে কলকাতায় বেশ কয়েক দিন ছিলেন অনুষ্কা। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ঝুলনকেও দেখা যায়। এ ছবিতে অনুষ্কার কোচের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য।

তবে এবার মুখ খুললেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এবং স্পষ্ট করে জানালেন—তিনি নিজেও জানেন না এই ছবি কোথায় আটকে আছে!  “অনুষ্কার  কেরিয়ারের সেরা অভিনয় এই ছবিতে”— অকপট দিব্যেন্দু। 

সম্প্রতি,দেওয়া সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেন, “আপনারা বুঝতেই পারবেন না, আমি নিজেই কতটা অধীর অপেক্ষায় আছি এই ছবির মুক্তির জন্য। ছবিটা অসাধারণ হয়েছে। আমি পরিচালকের (প্রসিত রায়) বাড়িতে ছবির অসম্পূর্ণ ভার্সন দেখেছি—আর সেটা আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল।” দিব্যেন্দু এও বলেন, “অনুষ্কার অভিনয় দেখে আমি স্তব্ধ। এটা সম্ভবত ওর কেরিয়ারেরএখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স।”

 তাহলে কি ঝুলনের বায়োপিক বাতিল? এই প্রশ্নের জবাবে  দিব্যেন্দু বলেন— “সত্যি বলতে কী সেটাও আমার জানা নেই। জানতে পারলে নিশ্চয়ই বলতাম। কিন্তু এখন ক্লিন স্লেট একদিকে, আর নেটফ্লিক্স আরেকদিকে—ওদের মধ্যে যে ঠিক কী চলছে, সেটাই কেউ জানে না।”

 ‘জিরো’ র পর অনুষ্কার কামব্যাক হবে বলিউডে এই ছবির সুবাদে।  কিন্তু প্রশ্ন উঠেছে, সেটা ঠিক কবে? কারণ ২০১৮ সালে শাহরুখ খানের সঙ্গে করা ‘জিরো’ ছবির পর বহুদিন বড়পর্দায় অনুপস্থিত অনুষ্কা। ‘চাকদা এক্সপ্রেস’ তাই ছিল তাঁর প্রত্যাবর্তনের ঝলমলে ঘোষণা। প্রযোজক ছিলেন অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা, তাঁর প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মস-এর ব্যানারে। কিন্তু এরপরই ঘটে যায় এক টেকনিক্যাল বিপর্যয়। ২০২৩  সালে ক্লিন স্লেট ও নেটফ্লিক্সের মধ্যে পার্টনারশিপ ভেঙে যায়। যার জেরে থমকে যায় একাধিক প্রোজেক্ট— এবং সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ‘চাকদহ এক্সপ্রেস’।

 
তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ক্লিন সিলেট ফ্লিমস নাকি নেটফ্লিক্স থেকে ছবির স্বত্ব কিনে নিয়ে অন্য কোনও ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পরিকল্পনায় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে ক্লিন স্লেট প্রযোজনা সংস্থা কিংবা নেটফ্লিক্স—কারোর তরফেই কোনও আনুষ্ঠানিক ঘোষণা অথবা বিবৃতি প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, অনুষ্কা শর্মা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা জুটি বেঁধে ২০১৩ সালে প্রযোজনা সংস্থা তৈরি করেন। তাঁরা ‘বুলবুল’ ও ‘কালা’র মতো ছবি প্রযোজনাও করেছেন। সম্প্রতি তাঁদের প্রযোজিত ক্রাইম থ্রিলার সিরিজ ‘কোহরা’ সমালোচক মহলে প্রশংসা আদায় করে নেয়।এই অনিশ্চয়তা আরও বাড়িয়েছে অনুরাগীদের উদ্বেগ।


ছবির ঘোষণার সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকা ‘চাকদহ এক্সপ্রেস’ এখন যেন এক রহস্যে মোড়া নাম। ছবির প্রথম ঝলক, শুটিংয়ের নানান মূহুর্তের ছবি, মাঠে অনুষ্কার ট্রেনিং—সবই হয়েছিল ধামাকা কায়দায়। কিন্তু এখন শুধু ই নিঃস্তব্ধতা। এমনকী অভিনেতারা নিজেরাও জানেন না কবে আসবে ছবির মুক্তির তারিখ।