সুদীপাকে অবশেষে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে আদিত্যর বাড়ির সবাই। কিন্তু হলে কি হবে, তাদের জীবনে ঝড় তোলার বিন্দুমাত্র অবকাশ হাতছাড়া করে না পরমা। সুদীপা যখন এখন নিজেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাইছে আদিত্যর সঙ্গে, নতুন করে কোন ঝড় তুলবে পরমা?
স্টার জলসার তরফে নতুন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'অনুরাগের ছোঁয়া'র সেখানে দেখা যাচ্ছে সুদীপা নিজের হাতে বাড়ি সাজিয়েছে। গোলাপ, মোমবাতি এবং টুনিবাল্বের আলো দিয়ে ঘর সাজায়। আয়োজন করে ক্যান্ডেল লাইট ডিনারের। গোলাপের তোড়া হাতে অপেক্ষা করতে থাকে তার 'মিস্টার চৌধুরী'র জন্য। কিন্তু রাত বাড়লেও দেখা মেলে না নায়কের। উদ্বিগ্ন হয়ে পড়ে নায়িকা। আর সেই সময়ই দমকা হাওয়ায় নিভে যায় সমস্ত মোমবাতি।
'মিস্টার চৌধুরী' ওরফে আদিত্যর খোঁজে বাইরে আসে সুদীপা। আর তখনই যা দেখে তাতে ভুল বোঝাবুঝি মেটার বদলে সেটা কয়েক গুণ বাড়ে। বাড়ে সন্দেহও। সুদীপা বাইরে এসে দেখে আদিত্য পরমাকে কোলে তুলে নিয়ে ঘরে যাচ্ছে। শুধু তাই নয়, তারা একে অন্যের চোখে ডুবে রয়েছে। সেটা দেখেই ভেঙে পড়ে সুদীপা।
আদিত্য এবং পরমাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে নিজেকে প্রতারিত বলে মনে করতে থাকে সুদীপা। সে বলেও ওঠে সেই কথা যে ওরা দু'জন মিলে ওর সঙ্গে এত বড় প্রতারণা করলেন! এই ঘটনার পর আদিত্য সুদীপার জীবনে নতুন করে কোন ঝড় ওঠে, বা কোন খাতে বইতে থাকতে তাদের জীবন এখন সেটাই দেখার।
প্রায় ৩ বছরের বেশি সময় ধরে চলছে 'অনুরাগের ছোঁয়া'। বর্তমানে চলা বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম পুরনো ধারাবাহিক এটি। টিআরপি তালিকায় অবস্থা বেহাল হলেও অনুরাগের ছোঁয়া শেষ হওয়ার লক্ষণ এখনই দেখা যাচ্ছে না। বরং পুরনো চরিত্ররা এখন অধিকাংশই নেই, গল্প অনেকটা এগিয়ে, প্রায় আমূল বদলে গিয়েছে। তবুও রোজ সাড়ে ৯টায় এখনও দর্শক টেনে রাখে স্টার জলসার এই ধারাবাহিক।
প্রসঙ্গত এই প্রোমো দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারও মতে পরমা কেন কেউই সুদীপা এবং আদিত্যর মধ্যে আসতে পারে না। আবার কারও কারও মতে, সূর্য দীপার সময় থেকে শুরু হয়েছিল নায়ক নায়িকার মধ্যে এই সন্দেহ এবং ভুল বোঝাবুঝি, সেটা এখনও চলছে।
