আজকাল ওয়েবডেস্ক: সন্তানের প্রতি বাবা মায়ের স্নেহের বোধহয় সত্যিই কোনও সীমা হয় না। সে সাধারণ মানুষই হন না তারকা। পরিচালক অনুরাগ কাশ্যপের কথায় আরও একবার সে কথা মনে পড়ে গেল তাঁর ভক্তদের। মেয়ে আলিয়াকে নিয়ে বলা অনুরাগের কিছু কথা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অনুরাগ জানান, মেয়ের জন্ম এবং বিয়ে, উভয় ক্ষেত্রেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি।
গত বছর ১১ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সেন গ্রেগোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুরাগের কন্যা আলিয়া। মেয়ের বিয়ের দিনের কথা উল্লেখ করে অনুরাগ বলেন, "মেয়ের বিয়েতে, মালাবদল এবং যজ্ঞের পর আমি নিজেকে সামলাতে পারিনি। আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে অতিথি আপ্যায়ন শুরু হওয়ার আগেই বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলাম।" সাক্ষাৎকারে অনুরাগের পাশেই বসে ছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। বিক্রমাদিত্য়ের দিকে নির্দেশ করে অনুরাগ বলেন, "আমি বাইরে চলে যাচ্ছিলাম, কিন্তু তখন বিক্রমাদিত্য আমাকে থামায়। ও আমাকে বাইরে নিয়ে যায়। আমরা দীর্ঘক্ষণ হাঁটি। তারপর মণ্ডপে ফিরে আসি।"
কথোপকথনের সুত্রে অনুরাগ এও বলেন, “আমার মেয়ের জন্মের সময় আমার একই অনুভূতি হয়েছিল। আমি ১০ দিন অবিরাম কেঁদেছিলাম। কেন এত কাঁদলাম জানি না, তবু কেঁদেছি।"
