নিজস্ব সংবাদদাতা: সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না! সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন।

 

শেষবার অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'এক যে ছিল রাজা' ছবিতে। এবার ফের এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতের পরিচালনায় 'এই রাত তোমার আমার' ছবিতে ফিরছে এই জুটি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে 'দীপ জ্বেলে যাই' ছবির কালজয়ী গান 'এই রাত তোমার আমার'। সেই নস্টালজিয়ার রেশ পাওয়া যাবে এই ছবিতেও।‌ 

ছবি প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, "এই ছবিতে অভিনয় করছি, আমার বিপরীতে অঞ্জন আছে বলেই। ওর সঙ্গে অভিনয় করাটা আমার কাছে খুব ভাল লাগার। ছবিতে একসঙ্গে অনেক মুহূর্তের সাক্ষী হয়েছি, যা দর্শক নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবেন।"

অঞ্জন দত্তের কথায়, "খুব অল্প বয়সে পরমকে ছবির জগতে আমি এনেছিলাম। সেই পরম আজ আমায় আর রিনাদিকে একসঙ্গে পরিচালনা করছে। এই বিষয়টা ভাবতেই ভাল লাগছে।"

অঞ্জন-অপর্ণা জুটির এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'এসভিএফ'। ইতিমধ্যেই, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। ২০২৫-এর ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে অঞ্জন-অপর্ণার নতুন ছবি।