সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’-এ মাত্র ১৫ মিনিটের চরিত্রের জন্য কেরিয়ারের মোড় ঘুরে যায় ববি দেওলের। ২৭ জানুয়ারি ৫৬-এ পা দিলেন ববি। ছোট ভাই ববির জন্মদিনের একটি ক্যান্ডিড ছবি পোস্ট করেন সানি। সেখানে দেখা যাচ্ছে, ববিকে সস্নেহে জড়িয়ে রয়েছেন তিনি। ববির জন্য সানি লেখেন, ‘‘শুভ জন্মদিন আমার ছোট্ট ভাই আমার লর্ড ববি।"

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sunny Deol (@iamsunnydeol)এ বছর জন্মদিনটা নিজের বাড়িতেই কাটালেন ববি। অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন। ভক্তদের মাঝে কেক কাটার পাশাপাশি কাটলেন ১২ কেজির লাড্ডু! যা তাঁদের প্রিয় নায়কের জন্য নিয়ে এসেছিলেন অনুরাগীরা। অনুরাগীদের নিরাশ করেননি 'লর্ড ববি'। কেক কাটলেন, কাটলেন সেই বিরাট আকৃতির লাড্ডু কেক। এবং তা নিজের হাতে খাইয়ে দিলেন অনুরাগীদের। সব মিলিয়ে হুল্লোড় করে নিজের জন্মদিন উদ্‌যাপন করলেন এই ‘অ্যানিম্যাল’ অভিনেতা। চবিশিকারিদের সামনে এরপর পোজ-ও দিলেন তিনি। উল্লেখ্য, গত বছর অনুরাগীদের আনা পাঁচ তলা কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছিলেন ববি।