সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খান মানেই চমক। আর এবার সেই চমকে জুড়ছে অনিল কাপুরের অনবদ্য এক্স-ফ্যাক্টর! জোর খবর, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’-এ এবার এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।

 

'কিং' শুটিং ইউনিট ঘনিষ্ঠ এক সূত্রের খবর, এই ছবিতে একজন তুখোড় বন্দুকবাজের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। আর তাঁকে সেই কাজে চৌখস করে তোলার পাশাপাশি সাহায্য করবেন অনিল কাপুর! এই ছবিতে অনিল থাকবেন ‘হ্যান্ডলার’-এর চরিত্রে। চিত্রনাট্যের খাতিরে বহু অভিনেতার নাম নিয়ে আলোচনা হলেও, শেষমেশ শাহরুখের বিপরীতে এই চরিত্রে অনিলকেই নাকি নিখুঁত বলেই মনে হয়েছে নির্মাতাদের।

 

মুম্বইয়ে ২০ মে নাগাদ শুরু হচ্ছে শুটিং। এরপর ছবির পরবর্তী ধাপ চলবে ইউরোপে। বলিউডে বহুদিন বাদে এমন হাই-ভল্টেজ অ্যাকশন ছবি তৈরি হচ্ছে, যেখানে স্টাইল আর র-অ্যাকশন থাকবে সমান তালে। এই ছবির মাধ্যমে পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানও। ছবির পরিচালনায় রয়েছেন ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। চিত্রনাট্য লিখেছেন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ। আর কাস্ট? একেবারে অল-স্টার লাইনআপ—অনিল কাপুর, সুহানা খান, অভিষেক বচ্চন (খলচরিত্র হিসেবে), অভয় বর্মা, আরশাদ ওয়ারসি, আর অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

 

ফিল্ম ট্রেড  অ্যানালিস্টদের আশা, সবমিলিয়ে ‘কিং’ হতে চলেছে বলিউডের পরবর্তী ব্লকবাস্টারের অন্যতম দাবিদার—গ্লোবাল প্রোডাকশন ভ্যালু, দুর্দান্ত কাস্টিং আর হাই-অকটেন অ্যাকশনে মোড়া এক দুরন্ত অভিজ্ঞতা। মুক্তি টার্গেট করা হয়েছে ২০২৬-এর অক্টোবর থেকে ডিসেম্বরের কোনও এক সপ্তাহে।

 

এই ‘কিং’ ছবিই বদলে দিতে পারে শাহরুখের অভিনয় জীবনের পরবর্তী অধ্যায়ের সংজ্ঞা। আর অনিল কাপুর? তিনি ফিরছেন আগুন নিয়ে—পুরোদস্তুর এক হ্যান্ডলার হয়ে, শাহরুখের এই ভয়ঙ্কর খেলার অন্যতম বড় চতুর ও অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে।