নিজস্ব সংবাদদাতা: থ্রিলার প্রেমী দর্শকের জন্য ওয়েব প্ল্যাটফর্মগুলো আনছে একের পর এক নতুন সিরিজ। আর সেই থ্রিলারে যদি মিশে যায় প্রেম তাহলে তো কোনও কথাই নেই। এইরকমই একটি সিরিজের পরিকল্পনায় রয়েছে 'হইচই'। 

 

 

প্রেমের এক অন্য কাহিনী ফুটে উঠবে আগামী সিরিজে। শুধুমাত্র দু'টো মানুষের মনের মিলনই যে প্রেমের আসল মানে তা একেবারেই নয়। থাকছে ত্রিকোণ প্রেমের গল্পও। সেই সঙ্গে মিশে যাবে ভালবাসার এক গহন কোণের কথাও। 

 

 

সূত্রের খবর, অভিনেত্রী মানালি দে, অঙ্গনা রায়ের সঙ্গে এই সিরিজে দেখা যেতে পারে সুহোত্র মুখোপাধ্যায়কে। পরিচালনায় অরিজিৎ টোটন চক্রবর্তী। এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিরিজের কাজ। চলছে চিত্রনাট্য তৈরি। তাই এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি এই 'ডার্ক লাভ স্টোরি'র। সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে শুরু হবে শুটিং।

 

 

প্রসঙ্গত, স্টার জলসার 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে দর্শক শেষ দেখেছিলেন অঙ্গনা রায়কে। শারীরিক অসুস্থতার কারণে ওই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন তিনি। কিছুদিনের বিরতি কাটিয়ে এবার এই সিরিজের মাধ্যমে ফিরছেন কাজে। অন্যদিকে, জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের 'শিমুল'-এর চরিত্রে দেখা গিয়েছিল মানালি দেকে। বহুদিন পর 'হইচই'-এর সিরিজে কামব্যাক করেছেন তিনি। সামনেই 'হইচই'-এ মুক্তি পাচ্ছে সুহোত্র ও দিতিপ্রিয়া রায় অভিনীত 'ডাকঘর ২'। এর মধ্যেই নতুন সিরিজের কাজে হাত দিতে চলেছেন অভিনেতা।