নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে কিছু দিনের বিরতি নিয়ে ফের বড়পর্দায় ফিরতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। নন্দিতা-শিবপ্রসাদের সংস্থার প্রথম ছবিতেই ‘ভূত’ হয়ে পর্দায় আসতে চলেছেন অনামিকা সাহা। প্রথমবার প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর সঙ্গে কাজ করছেন তিনি। তা, কোন ছবিতে অভিনয় করছেন এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী?
উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রথমবার ভূতের ছবি প্রযোজনার দায়িত্বে। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'তেনাদের' নিয়ে এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনামিকা সাহা। প্রথমবার উইন্ডোজ এর সঙ্গে কাজ, তাই স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে অত্যন্ত উত্তেজিত এবং আশাবাদী এই বর্ষীয়ান অভিনেত্রী।
একের পর এক ছোটপর্দার ধারাবাহিকে কাজ করলেও পছন্দমত চরিত্র না পাওয়ায় আপাতত বিরতি নিয়েছেন অনামিকা সাহা। মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তবে এখন সম্পূর্ণ সুস্থ। জানা গিয়েছে, কেরিয়ারের এই পর্যায়ে বড়পর্দায় কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। অনামিকা সাহার কথায়, “এই ছবিতে আমি একজন সধবা ভূতের চরিত্রে অভিনয় করছি। ছবিতে নিজের লুকটা দারুণ লেগেছে। কেরিয়ারে প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করতে পারব। শিবুর সঙ্গে বহু বছরের আলাপ হলেও কখনও কাজ হয়নি, ইচ্ছে থাকলেও উপায় হয়নি। তবে অবশেষে কাজ করতে পারছি, ভীষণ খুশি আমি।”
