সংবাদ সংস্থা মুম্বই: ‘কান-এর রানি’ বলে যাঁকে ডাকা হয়, সেই ঐশ্বর্য রাই বচ্চন ফের একবার ঝলসে উঠলেন ফরাসি রেড কার্পেটে। বুধবার, বহু প্রতীক্ষার পরে তাঁকে দেখা গেল কান ফিল্ম ফেস্টিভালের লাল গালিচায়। পরনে রাজকীয় সাদা শাড়ি, তাতে সোনালি কারচুপি। গলায় জ্বলজ্বল করছে লাল পাথরের এমেরাল্ড হার। কিন্তু নজর কাড়ল একটাই জিনিস—কপালের সাহসী লাল সিঁদুর।

আর এই সিঁদুর ঘিরেই এখন চর্চা তুঙ্গে। কারণ, বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল—অভিষেক-ঐশ্বর্যর বৈবাহিক সম্পর্ক নাকি টালমাটাল। আর সেই গুঞ্জনের মাঝেই ঐশ্বর্যার এই স্পষ্ট বার্তা—নীরব অথচ জোরালো।

ঐশ্বর্যর এই রূপ দেখে যেমন ভক্তরা মুগ্ধ, তেমনই অনেকেই একবার চোখ ঘুরিয়ে নিয়েছেন অভিষেকের বাবা অমিতাভ বচ্চনের দিকে। কারণ, সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের প্রবীণ সদস্য সাধারণত খুব সরব। পরিবারের প্রতি তাঁর সমর্থন, জীবনের নানা অনুভূতি, কবিতার ছন্দ—সব কিছুই ধরা পড়ে তাঁর এক্স (সাবেক টুইটার)-এ। কিন্তু এবার যেন সম্পূর্ণ উল্টো ছবি।

ঐশ্বর্যর এই চর্চিত রেড কার্পেট মুহূর্তের পরেও বিগ বি-র এক্স প্রোফাইল রয়ে গেল নিঃশব্দ। ঠিক আগের মতোই। কোনও মন্তব্য নেই, কোনও ছবি নেই—শুধুই একের পর এক নম্বর দেওয়া ‘ফাঁকা’ পোস্ট। এই নিরুত্তরতা যেন আরও বাড়িয়ে তুলছে রহস্য।

উল্লেখ্য, এপ্রিল ২২ তারিখে পাহেলগাম হামলার দিনই অমিতাভ তাঁর শেষ ‘শব্দযুক্ত’ পোস্ট করেছিলেন। তারপর থেকে চলছে এই ‘নীরব পোস্ট’-এর পর্ব। তবে এর মধ্যেই দু’-একবার এই স্তব্ধতা ভেঙেছেন তিনি—মে মাসে এক আবেগঘন পোস্টে নিরীহ পর্যটকদের হত্যার তীব্র নিন্দা করেন এবং নিজের বাবার, কবি হরিবংশ রাই বচ্চনের লেখা এক হৃদয়বিদারক কবিতা তুলে ধরেন, যেখানে ফুটে উঠেছিল মানবতা ও প্রতিবাদের সুর।

অন্য এক পোস্টে তিনি ভাগ করে নিয়েছিলেন ‘রামচরিতমানস’ থেকে তুলসীদাসের লেখা কিছু পঙক্তি, আরেক পোস্টে ভারতীয় সেনার বীরত্বকে কুর্নিশ জানিয়ে একটি কবিতার ছবি শেয়ার করেছিলেন।

পরবর্তী সময়ে, নিজের ব্লগে তিনি লেখেন—একটু বিরতির পর ফের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও যেন এক অলিখিত নিঃশব্দতা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ভক্তদের মনে প্রশ্ন জাগাচ্ছে বারবার।

একদিকে ঐশ্বর্যর ঝলমলে ‘রিটার্ন টু কান’, অন্যদিকে অমিতাভের মুখে তালা। এই দুই বিপরীত সুর কি শুধু কাকতালীয়? নাকি বচ্চন পরিবারে সত্যিই কিছু না বলা গল্প জমে রয়েছে?