সংবাদসংস্থা মুম্বই: আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান উভয় পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার রাতে আবারও পাকিস্তান রেঞ্জার্স যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর 'বিশ্বাসঘাতকতা'র উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও। উত্তাল পরিস্থিতি এখন দেশজুড়ে। 

 

 

 

 

এদিকে ঘটনার ১৭ দিন পার হলেও ভারত-পাক সংঘাত কিংবা পহেলগাঁও সন্ত্রাস নিয়ে একটি শব্দ খরচ করেননি বলিউডের 'শাহেনশাহ'। কিন্তু হঠাৎ কেন এই আচরণ অমিতাভের? তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকী নেটিজেনদের একাংশ 'বিগ বি'-র এই ফাঁকা পোস্ট দেখে তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। কিন্তু এবার সমাজমাধ্যমে মুখ খুললেন অমিতাভ। সঙ্গে 'অপারেশন সিঁদুর'-এর সমর্থনে জয়গান গাইলেন। বাবা হরবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতার লাইন ঘটনার সাদৃশ্য হিসাবে তুলে ধরেছেন 'বিগ বি'।

 

 

 

 

রবিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ এক্সে নীরবতা ভাঙলেন অভিনেতা। তিনি লেখেন, "ছুটির দিনগুলি উদযাপন করার সময়। আর সেই রাক্ষসটি নিরীহ দম্পতিকে টেনে বাইরে নিয়ে যায়। তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এমনকী স্ত্রী হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে হত্যা না করার অনুরোধ করার পরেও; সেই কাপুরুষ দানব তার স্বামীকে নির্মমভাবে গুলি করে, স্ত্রীকে বিধবা করে"। 

 

 

 

অমিতাভ আরও লেখেন, এখানে আমার বাবার কবিতার একটি লাইনের সঙ্গে মিল আছে। যদি ওই অসহায় মেয়েটি এসে দেশের সামনে দাঁড়িয়ে বলে, তার সিঁথির সিঁদুর ফেরত দিতে! তখন আমাদের প্রতিদান হওয়া উচিৎ 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনার উদ্দেশ্যে তিনি লেখেন, "জয় হিন্দ। জয় হিন্দ সেনাবাহিনী। তুমি কখনও থামবে না; তুমি কখনও পিছু হটবে না; তুমি কখনও মাথা নত করবে না।"