মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় মহিলারা। তবে তার সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে কোটি কোটি টাকার পুরস্কারও।
2
6
সেমিফাইনাল জিতে ভারতীয় মহিলা দল প্রায় ২০ কোটি টাকা পুরস্কার মূল্য ইতিমধ্যেই নিশ্চিত করেছে। অর্থাৎ, রানার্স আপ ২০ কোটি টাকা পাবেন। তবে হরমনপ্রীতদের লক্ষ্য ফাইনাল জয় করা। চ্যাম্পিয়ন হতে পারলে টাকার অঙ্ক আরও বাড়বে।
3
6
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে প্রায় ৪০ কোটি টাকা দেওয়া হবে পুরস্কার মূল্য হিসেবে। এই বিপুল অঙ্কের পুরস্কারের থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন হরমনপ্রীতরা।
4
6
আইসিসি এই টুর্নামেন্টের মোট পুরস্কারের অর্থ নির্ধারণ করেছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১১৬ কোটি টাকার সমান। এবার রেকর্ড পরিমাণ অর্থ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, পুরুষ ও মহিলা দল বিশ্বকাপে জয়ী এবং রানার্স আপ হওয়ার জন্য সমান পুরস্কার পাচ্ছে।
5
6
এই সিদ্ধান্তটি আইসিসির ‘জেন্ডার পে প্যারিটি নীতি’-র অংশ, যার অধীনে পুরুষ এবং মহিলা উভয় টুর্নামেন্টেই সমান পুরস্কার দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি জানিয়েছে, সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলকে ১.১২ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
6
6
পাশাপাশি, গ্রুপ পর্বে অংশগ্রহণকারী প্রতিটি দল ২৫০,০০০ ডলার বা প্রায় ২.২ কোটি টাকা পাবে। এছাড়াও, প্রতিটি গ্রুপ ম্যাচ জয়ের জন্য ৩৪,৩১৪ ডলার পুরস্কার দেওয়া হবে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানাধিকারী দলগুলি প্রায় ৬.১ কোটি টাকা এবং সপ্তম এবং অষ্টম স্থান অধিকারী দলগুলি প্রায় ২.৪ কোটি টাকা পাবে।