সংবাদ সংস্থা মুম্বই: গত ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। ভারতে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি বিশ্বজুড়ে বক্সঅফিসেও বিপুল ছাপ ফেলেছে এই ছবি৷ এই ছবি পিছনে ফেলে দিয়েছে ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ছবির লাইফটাইম কালেকশনকে৷ ছবিকে ঘিরে কম বিতর্কের ঝড় ওঠেনি। তবে সেসবের পরেও সাফল্যের জোয়ারে ভেসেছে এই ছবি। বরং বলা ভাল, ভাসছে এখনও। সম্প্রতি, ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রুল’। এরপর সেই ছবি পৌঁছে গিয়েছে বিদেশি দর্শকের এক আঙুলের দূরত্বে। এবং এই ছবি দেখে এবার প্রশংসায় পঞ্চমুখ বিদেশি দর্শক। কেউ এই ছবির অ্যাকশন দৃশ্যের সিকোয়েন্সকে 'সুপারম্যান' ছবির মানের সঙ্গে তুলনা করেছেন কেউ বা লিখেছেন, “সমসাময়িক বহু হলিউড ছবির থেকে ভাল এই ছবি।”

 

?ref_src=twsrc%5Etfw">February 3, 2025

 

পশ্চিমি দর্শকের ‘পুষ্পা’র প্রতি এই ভালবাসা হৃদয় ছুঁয়েছে আল্লু অর্জুনের ভাই আল্লু শিরিষকেও। সমাজমাধ্যমে ছবির সেই প্রশংসাসূচক একটি পোস্ট  শেয়ার করে নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আরও লেখেন, পশ্চিমি সংস্কৃতির সঙ্গে এই ছবির প্রায় আকাশ-পাতাল তফাৎ থাকা সত্বেও, 'পুষ্পা ২'কে যেভাবে গ্রহণ করেছেন সেখানকার দর্শক তাতে তিনি অভিভূত। এরপর আল্লু অর্জুন, ছবির পরিচালক সুকুমার এবং ছবির প্রযোজনা সংস্থাকেও ট্যাগ করেছেন তিনি। 

 

 

?ref_src=twsrc%5Etfw">February 4, 2025

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয় তাঁর ন’বছর বয়সি সন্তানও। ওই ঘটনার পর তাঁর বাড়ি থেকে গ্রেফতারও করা হয় আল্লুকে। সেই ঘটনা পরে অল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলঙ্গানা হাই কোর্ট। ২০২১ সালে ‘পুষ্পা ১’-এর হাত ধরে শুরু হয় অল্লু অর্জুনের উত্থান। তার জের ছিল ‘পুষ্পা ২’-এও। এরপর  আল্লু, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে দুর্দান্ত ফল করেছে। অন্যদিকে, 'পুষ্পা ২' আসার আগেই 'পুষ্পা ৩' আসার খবর এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা ৩’-এর প্রথম পোস্টার ভাগ করে এই সুখবর দর্শকের মধ্যে ছড়িয়ে দেন নির্মাতারা। অন্যদিকে, ‘পুষ্পা ৩’-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।