আজকাল ওয়েবডেস্ক: হিট কিংবা ফ্লপ, বলিউডে লেগেই থাকে। এ পর্যন্ত বলিউডে অগণিত চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেগুলো বক্স অফিসে ভাল আয় করেছে। তেমনই অসংখ্য ছবি সাফল্যের মুখ দেখেনি। কিন্তু জানেন কি বলিউডে এমন ৩টি চলচ্চিত্র তৈরি হয়েছে যেগুলোর নাম একই ছিল, এবং তিনটিই বক্স অফিসে ফ্লপ হয়? এমনকী ছবিগুলি এতো খারাপ ব্যবসা করে যে, তারকাদের কেরিয়ারেও ইতি ঘটে যায়।

অদ্ভুত এই সমাপতন ঘটে ‘কর্জ’ নামের তিনটি ছবির ক্ষেত্রে। ১৯৮০ সালে পরিচালক সুভাষ ঘাই তৈরি করেন ‘কর্জ’ নামের একটি ছবি। ঋষি কাপুর, সিমি গারেওয়াল এবং টিনা মুনিম প্রধান ভূমিকায় অভিনয় করেন। ছবির গানগুলির প্রবল জনপ্রিয় হলেও ছবিটি কিন্তু বক্স অফিসে মোটেই ব্যবসা করতে পারেনি।
এরপর, ২০০২ সালে সানি দেওলের ‘কর্জ: দ্য বার্ডেন অফ ট্রুথ’ মুক্তি পায়। এটি ছিল অ্যাকশন থ্রিলার। এই ছবিতে দেখা গিয়েছিল সুনীল শেঠি এবং শিল্পা শেঠিকেও। কিন্তু একাধিক তারকা থাকার পরেও ছবিটি মাত্র ১৫.৫৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়।
তৃতীয় ছবিটি তৈরি হয় ২০০৮ সালে। হিমেশ রেশমিয়া  ‘কর্জ’-এর রিমেক তৈরি করেন। রিমেকের নামও যথারীতি ‘কর্জ’ রাখা হয়েছিল। তবে ইংরেজি বানানে একটি অতিরিক্ত ‘জেড’ যোগ করা হয়। কিন্তু অতিরিক্ত অক্ষরেও ভাগ্যবদল হয়নি। সুপার ফ্লপ হয় ছবিটি। এই ছবির পরই অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের কেরিয়ার প্রায় শেষ হয়ে যায়।