সংবাদসংস্থা মুম্বই: বলিউডে 'তারকা সন্তান'-এর তকমা লেগেছিল আলিয়া ভাটের গায়েও। তবে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে বারবার নজর কেড়েছেন আলিয়া। চলতি বছর তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। 

 


মেট গালার লাল গালিচায় পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে গতবছরই তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। আর এবার কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে চলেছেন অভিনেত্রী।

 


বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের পাপারাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন বড় খবর। জানালেন, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি। 

 


প্রতি বছরই কানের মঞ্চে ভারতীয় বিনোদুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, এমনকী অদিতি রাও হায়দরিও রয়েছেন। এবারের নতুন সংযোজন আলিয়া ভাট। এই জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। গুঞ্জন আগে শোনা গিয়েছিল, তবে বৃহস্পতিবার জল্পনায় সিলমোহর বসালেন অভিনেত্রী নিজে। যদিও ফেস্টিভ্যালের রেড কার্পেটে কেমন দেখাবৈ অভিনেত্রীকে, তা এখনও জানা যায়নি। আলিয়া এদিন বলেন, "কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"