আজকাল ওয়েবডেস্ক: আপাতত বাতিল কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত অভিষেক। উদ্বোধনী অনুষ্ঠানের আগে, অভিনেত্রী এই ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর। ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা যাচ্ছে। ভক্তরা যখন আন্তর্জাতিক মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, ঠিক তখনই আলিয়ার এই সিদ্ধান্তে কিছুটা হতাশ অনুরাগীরা। তবে ভারত পাক যুদ্ধ আবহের মতো সংবেদনশীল মুহূর্তে তাঁর এই পদক্ষেপ জাতীয় সংহতিরই পরিচয় বহন করছে বলেই মনে করছেন একটি বড় অংশের মানুষ।

মঙ্গলবার রাতে কান ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেট অভিষেকের জন্য অভিনেত্রীটির ফ্রান্সে যাওয়ার কথা ছিল। তবে, একটি সর্বভারতীয় সংবাদসংস্থার একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী একেবারে শেষ মুহূর্তে তাঁর যাত্রা বাতিল করেন। প্রসঙ্গত, একটি বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে কানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আলিয়ার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, যখন দেশের সীমান্তে সেনারা নিজেদের প্রাণ বাজি রাখছেন, সেই সময় এমন বিনোদনমূলক প্রচার না করাই শ্রেয়। তবে ওপর একটি সংবাদসংস্থার খবর, এখন না হলেও চলচ্চিত্র উৎসবের শেষের দিকে সেখানে যেতে পারেন আলিয়া। তবে সরকারি ভাবে অভিনেত্রীর তরফ থেকে এখনও কোনও বয়ান আসেনি।