সংবাদ সংস্থা মুম্বই: ‘মির্জাপুর’ সিরিজ নয়, এবার আসছে বড়পর্দায়! 'গুড্ডু পণ্ডিত' ওরফে আলি ফজলের মুখ থেকেই এল বড় খবর। তবে চমকের শেষ এখানেই নয়।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা-সিরিজেও নিজের ছাপ রেখেছেন আলি ফজল। ‘মির্জাপুর’-এর 'গুড্ডু পণ্ডিত'-এর চরিত্রে তাঁকে ভুলবে কে! সেই সঙ্গে ‘ডেথ অন দ্য নাইল’ আর ‘কান্দাহার’-এর মতো বিদেশি প্রজেক্টেও নজর কেড়েছেন আলি।
এবার ‘মির্জাপুর’ ভক্তদের জন্য এল ডবল ধামাকা! একদিকে চলছে সিরিজের চতুর্থ সিজনের প্রস্তুতি, অন্যদিকে, ঘোষণা হয়ে গিয়েছে ‘মির্জাপুর’কে ঘিরে সিনেমা!
সম্প্রতি, এক সাক্ষাৎকারে আলি বলেন, “আমি যারপরধাই উত্তেজিত। আসলে, 'মির্জাপুর' সিরিজের সঙ্গে জড়িত আমরা সবাই খুব উত্তেজিত। সেই পুরনো টিমটাই ফিরছে সিনেমার জন্য। আমি গত সপ্তাহেই ছবির চিত্রনাট্যটা শুনেছি। দারুণ হয়েছে! এটুকু বলতে পারি, দর্শকের জন্য একটা বিশাল চমক অপেক্ষা করছে।”
তবে আলি স্পষ্ট জানিয়ে দেন, এ ছবি শুধুই ওয়েব সিরিজ থেকে বড়পর্দায় যাওয়ার ছক নয়। বরং এটি হবে একেবারে আলাদা ফরম্যাটে একটা ‘মির্জাপুর ইউনিভার্স’ এক্সপ্লোরেশন। তাঁর কথায়, “ হলিউডে 'পিকি ব্লাইন্ডার্স' যেমন একটা ছবি বানাচ্ছে, এটাও অনেকটা সে রকমই।” তবে কাদের দেখা যাবে ছবিতে? সে প্রশ্নে মুখে কুলুপ আলির। জানিয়েছেন, “ফাইনাল কাস্টের নাম এখনও ঘোষণা হয়নি। নির্মাতারা শিগগিরই ঘোষণা করবেন।”
প্রসঙ্গত, ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন ২০২৪-এ মুক্তি পেয়েছিল। এবার চতুর্থ সিজনের কাজ চলছে পুরোদমে। আলির ইঙ্গিত, এটিই হতে পারে সিরিজের শেষ সিজন। তাঁর কথায়, “লেখার কাজ চলছে। আমার মনে হয় এটা শেষ সিজন হতে পারে... যদিও নিশ্চিত নই।”
অর্থাৎ শেষ সিজনেই শেষ নয় 'মির্জাপুর'—আসছে বড়পর্দায়। গুড্ডুর কামব্যাক কীভাবে বদলে দেবে মির্জাপুরের গদি দখলের খেলা, এখন সেদিকেই নজর সকলের।
