বুধবার প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত ‘জলি এলএলবি ৩’–এর ট্রেলার। মুখোমুখি এবার দুই ‘জলি’—অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। আর সঙ্গে রয়েছেন চিরচেনা বিচারপতি সৌরভ শুক্লা, যিনি আবারও নিজের ধৈর্য হারাতে হারাতে দর্শকদের হাসির রসদ জোগালেন। কানপুরে ‘জলি এলএলবি ৩’-এর ট্রেলার লঞ্চেই বাজিমাত করলেন অক্ষয় কুমার। ছবির প্রচারের মঞ্চে দাঁড়িয়ে তাঁকে গুটখা প্রসঙ্গে প্রশ্ন করা মাত্রই এমন এক বুদ্ধিদীপ্ত জবাব দিলেন ‘খিলাড়ি’, যা মুহূর্তেই ভাইরাল!

ট্রেলার লঞ্চের সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক অক্ষয়কে জিজ্ঞেস করেন— কানপুর মানেই গুটখা, ছবিতে সেই ব্যাপারটা উঠে এসেছে কি না এবং এই নিয়ে তাঁর মত কী?

সঙ্গে সঙ্গে অক্ষয়ের কড়া ও সোজাসাপটা উত্তর, “গুটখা খাওয়া উচিত নয়...” অভিনেতার কথা শেষ হওয়ার আগেই ওই সাংবাদিক বাধা দিতেই অভিনেতার রসিক মন্তব্য— “না না… একি! এই সাক্ষাৎকারে আমার না আপনার? আপনি আমার মুখে কথা বসাবেন না। আমি বলছি গুটখা খাওয়া খারাপ, মানে খারাপ! ব্যস। পরের প্রশ্ন করুন।”

এই ভিডিও এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা লিখেছেন— “উফ, কী দারুণ জবাব!” আবার কেউ প্রশংসায় ভরিয়েছেন—সেরা অভিনেতা কিন্তু !”

প্রসঙ্গত, জলি এলএলবি ৩-এর তিন মিনিটের এই ট্রেলারের ঝলকে দেখা গেল চেনা কোর্টরুমের কৌতুক-ঝড়। তবে হাসি–ঠাট্টার আড়ালে লুকিয়ে রয়েছে তীক্ষ্ণ সামাজিক সুর—এক কৃষকের সঙ্গে ক্ষমতাশালী রাজনীতিকের লড়াই। নৈতিকতা বনাম ফাঁকফোকরের খেলায় কে জিতবে, সেই দড়ি টানাটানি নিয়েই তৈরি হয়েছে ছবির কেন্দ্রবিন্দু।অক্ষয়ের চরিত্রকে দেখা যাচ্ছে জটিল মামলায় ভুল দিক বেছে নিয়ে সমস্যায় পড়তে। আর সেই ভুল থেকে শুরু হয় ধাপে ধাপে কোর্টরুমে তর্ক-বিতর্ক, চ্যালেঞ্জ আর ঝগড়াঝাঁটি। দুই জলি যখন একে অপরের সঙ্গে বুদ্ধি আর যুক্তির লড়াই চালাচ্ছেন, বিচারপতির ধৈর্য ভাঙছে মুহূর্তে মুহূর্তে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভেসে যাচ্ছে উচ্ছ্বাস। কারও মতে—“এ ছবি পুরোনো জলি-ভাইবস ফিরিয়ে এনেছে, আবার নতুন এনার্জিও আছে।” আরেকজন লিখেছেন—“ক্লাসিক মিশ্রণ, হাসি, কোর্টরুম ড্রামা আর শক্তিশালী সব সংলাপ।”তবে অনেকেই লক্ষ্য করেছেন, আগের ছবিগুলির কাঁচা, রাফ ভাবটা এবার কিছুটা মসৃণ ও নিখুঁত প্রোডাকশনের ছাপে ঢাকা পড়েছে। তা সত্ত্বেও, অক্ষয়–আরশাদ–সৌরভের ত্রয়ী দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে বহুগুণ।

‘জলি এলএলবি ৩’-এ অক্ষয়ের সঙ্গে ফের দেখা যাবে আরশাদ ওয়ার্সিকে। দুই ‘জলি’ এবার মুখোমুখি আইনের কোর্টে— হাস্যরস, কড়া যুক্তি আর লুপহোল নিয়ে জমবে রুদ্ধশ্বাস লড়াই। ছবিতে রয়েছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অন্নু কাপুর এবং অমৃতা রাওও।
এ ছবি বড়পর্দায় মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে।

এই ছবি ছাড়াও অক্ষয়ের ঝুলিতে রয়েছে ভর্তি প্রজেক্ট। এ বছরেই তাঁকে দেখা গিয়েছে স্কাই ফোর্স, ‘কেশরী চ্যাপ্টার ২’, ‘হাউসফুল ৫’ এবং তেলুগু ডেবিউ ‘কন্নাপ্পা’-য়। এবার তিনি শ্যুট করছেন সাইফ আলি খানের সঙ্গে ‘হেওয়ান’ ছবিতে (মোহনলালের ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক), আর হাতে আছে হরর-কমেডি ‘ভূত বাংলা’।