সংবাদ সংস্থা মুম্বই:  প্রকাশ্যে দেবভক্তির চরম পরাকাষ্ঠা যেখানে, সেখানেই উঁকি দিল অভিনয়ের প্রতি উদাসীনতা? সম্প্রতি ‘কন্নাপ্পা’ ছবির একটি দৃশ্য ঘিরে ফের তীব্র বিতর্কের মুখে  অক্ষয় কুমার।

 

‘কন্নাপ্পা’ ছবিতে শিবের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়, আর সেই চরিত্রের একটি   ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। দৃশ্যটি যেখানে ঈশ্বরকে নিবেদিত এক ভক্তের আবেগগভীর সংলাপে ভরপুর হওয়ার কথা, সেখানে দর্শকের চোখ আটকে গেল অন্যখানে—অক্ষয়ের চোখের নাড়াচড়া। ভিডিওতে দেখা যাচ্ছে, সংলাপ বলার সময় অভিনেতার চোখ ডানে-বাঁয়ে সরে যাচ্ছে, ঠিক যেন কোথা থেকে পড়ে পড়ে সংলাপ আউড়ে যাচ্ছেন তিনি। তা দেখামাত্রই অনেকেই তৎক্ষণাৎ প্রশ্ন তোলেন—“অক্ষয় কুমার কি টেলিপ্রম্পটার থেকে পড়ছেন?”

 

তবে এই প্রথম নয়। এর আগেও ‘সরফিরা’ ছবির প্রচারে এমন একটি দৃশ্য ভাইরাল হয়েছিল, যেখানে অক্ষয়কে বারবার অফ-স্ক্রিনের দিকে তাকাতে দেখা গিয়েছিল। যদিও অভিনেতা কখনও এ নিয়ে মুখ খোলেননি, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। এবার ‘কন্নাপ্পা’-র ঘটনা সেই আগুনে নতুন করে ঘি ঢালল।

 

একজন ক্ষুব্ধ দর্শকের বক্তব্য, “টেলিপ্রম্পটার কুমার! ৪০ দিনে সিনেমা তৈরির এটাই ফল।” আরেকজন লেখেন, “যিনি এক সময় প্যাশনেট ও প্রতিভাবান অভিনেতা ছিলেন, এখন তিনিই সব সংলাপ পড়ে শোনান। সংলাপ মুখস্থ করাও যেন আজকাল তাঁর কাছে গুরুত্বহীন।”

 

?ref_src=twsrc%5Etfw">July 9, 2025

 

প্রসঙ্গত, মুকেশ কুমার সিং পরিচালিত এই তেলুগু পৌরাণিক ছবিটি কিংবদন্তি শিবভক্ত কন্নাপ্পার জীবন নিয়ে নির্মিত। প্রযোজনায় বিষ্ণু মাঞ্চু। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে রয়েছেন প্রভাস, মোহনলাল ও কাজল আগরওয়াল। নিউজিল্যান্ডের অপূর্ব প্রাকৃতিক লোকেশনে হয়েছে শুটিং। নির্মাতাদের প্রতিশ্রুতি, এ ছবি চোখের আরামের পাশাপাশি যোগাবে আধ্যাত্মিক গভীরতা আর সাক্ষী রাখবে আবেগে ভরপুর পারফম্যান্সের।
কিন্তু যেভাবে অক্ষয়ের অভিনয়ে ‘ভক্তির গভীরতা’র বদলে ‘টেলিপ্রম্পটার পড়া’র অভিযোগ উঠেছে, তাতে প্রশ্ন তুলেছেন বহু দর্শক—
“এমন পৌরাণিক চরিত্রে অভিনয়ের জন্য কি আরও নিষ্ঠা, আরও একাগ্রতা দরকার নয়?” অবশ্য অনেকে আবার অভিনেতার পক্ষেও কথা বলছেন। তাঁদের মতে, এত বছরের ধারাবাহিক কাজ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্যই অক্ষয় আজ এই জায়গায় পৌঁছেছেন। তাঁর ব্যস্ততা অনেক, এবং হয়তো কাজের গতি বজায় রাখতে কোনও প্রযুক্তিগত সাহায্য নিচ্ছেন মাত্র। তবে সত্যিটা যাই হোক, ‘কন্নাপ্পা’-র এই একটি ভিডিও ফের অক্ষয় কুমারকে বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে—একটা সংলাপ, একটুখানি চোখের গতি, আর তাতেই তুফান উঠেছে নেটপাড়ায়।

 

ভক্তির ভাষা কি পড়ে পড়ে শোনানো যায়? এই প্রশ্নের উত্তর হয়তো একেকজন একেকভাবে দেবেন। কিন্তু বাস্তব এটাই—দর্শকের প্রত্যাশা যখন ঐশ্বরিক চরিত্র, তখন অভিনয়ে দরকার পড়ে বিশ্বাস, নিষ্ঠা আর একাগ্রতার—শুধু পড়ে শোনালেই হয় না।